thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শহীদ স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনে গণজাগরণ দিবস শুরু

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১২:৩১:১৫
শহীদ স্মৃতিতে শ্রদ্ধা নিবেদনে গণজাগরণ দিবস শুরু

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গণজাগরণ দিবস পালন শুরু করেছেন এর কর্মীরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সকাল ৭টায় জাতীয় স্মৃতিসৌধে এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ৯টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে বুধবার এ কর্মসূচি পালন করা হয়।

গণজাগরণ মঞ্চের কর্মী শাম্মী হক জানান, আগামীর সংগ্রামে নিজেদের নিয়োজিত রাখার জন্য বিকেল সাড়ে ৩টায় দেশ-বিদেশের সকল গণজাগরণ মঞ্চে একযোগে শপথগ্রহণ করা হবে। বিকেল ৪টায় গণজাগরণ মঞ্চের জাগরণ যাত্রা শুরু হবে। তাই এখন থেকেই কর্মীরা সকল কর্মসূচির প্রস্তুতি নিচ্ছেন।

(দ্য রিপোর্ট/এসআর/ইইউ/এমডি/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর