thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কি.মি. যানজট

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৩:২৫:১৬
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৪০ কি.মি. যানজট

কুমিল্লা সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা থেকে চান্দিনা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। অতিরিক্ত গাড়ির চাপ ও এলোপাতাড়িভাবে চলাচলের কারণে মঙ্গলবার রাত সাড়ে ১২টায় এই যানজটের সৃষ্টি হয়। বুধবার দুপুর ১টা পর্যন্তও মহাসড়কে যানজট রয়েছে।

দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান দ্য রিপোর্টকে জানান, রাত সাড়ে ১২টার দিকে মহাসড়কের চান্দিনার মাধাইয়া ও ১টার দিকে কুটুম্বপুর এলাকায় দুটি লরি বিকল হয়ে পড়ে।

খবর পেয়ে রাতেই গাড়ি দুটি সরিয়ে নেওয়া হয়। তবে অতিরিক্ত গাড়ির চাপ ও এলোপাতাড়িভাবে চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয় বলে তিনি জানান।

(দ্য রিপোর্ট/জেপি/ইইউ/এজেড/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর