thereport24.com
ঢাকা, সোমবার, ৬ মে 24, ২২ বৈশাখ ১৪৩১,  ২৭ শাওয়াল 1445

মিমের জন্য অন্ধ আমিন

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৪:৫২:২৪
মিমের জন্য অন্ধ আমিন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিদ্যা সিনহা মিমকে বাঁচাতে গিয়ে অন্ধ হয়ে গেছেন আমিন খান। আর এই ঘটনাটি ঘটেছে রশীদ নিউটনের রচনা ও পরিচালনায় ‘সেই তুমি এলে’ টেলিফিল্মে। টেলিফিল্মটি এটিএন বাংলায় শুক্রবার রাত ১১টায় প্রচার হবে।

টেলিফিল্মের কাহিনীতে দেখা যাবে, ফেসবুক ফ্রেন্ড প্রসুনের সঙ্গে দেখা করার জন্য বের হয় নোরা। আজই প্রথম সাক্ষাৎ হবে তাদের। ফেসবুকে একে-অপরের সঙ্গে পরিচয়, ঘনিষ্ঠতা এবং প্রেম। তবে দুজনের আইডিতে অরিজিনাল ছবি না থাকার কারণে কেউ কাউকে চেনে না।

নোরা সুন্দর করে সেজেগুজে, একগুচ্ছ লাল গোলাপ হাতে বের হয়েছে। রিকশায় যেতে তার শাড়ির আঁচল পেঁচিয়ে যেতে থাকে রিকশার চাকায়। পর্ব নামের একজন মটরসাইকেল আরোহী যুবক তাকে বাঁচাতে গিয়ে নিজেই গুরুতর আহত হয়। তাকে নিয়ে হাসপাতালে ছুটে যায় নোরা। তার চিকিৎসার ভার নেয়।

প্রসুনের সঙ্গে তার আর দেখা করা হয় না। বারবার ফোন করেও তার সেলফোন বন্ধ পায়। প্রতীক্ষায় কাতর হয়ে পড়ে নোরা। এ দিকে আঘাতের প্রচন্ডতায় দুই চোখই নষ্ট হয়ে যায় পর্বর। এরপরেই ভিন্ন দিকে মোড় নেয় গল্পটি।

আমিন খান ও মিম ছাড়া এতে অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, রূপশ্রী রূপা, প্রবীর দত্ত, রিপা, রশীদ নিউটন প্রমুখ।

(দ্য রিপোর্ট/আইএফ/এমসি/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর