thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

শাবি ও যবি-এর সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৪:৫১:২৭
শাবি ও যবি-এর সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল

সিলেট অফিস : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবি) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের স্নাতক ১ম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষা বাতিল করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় বুধবার সকাল সাড়ে ১১ টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয় দু’টির ভর্তি পরীক্ষা আলাদাভাবে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ও একাডেমিক কাউন্সিলের সদস্য প্রফেসর ড. কবীর হোসেন এ তথ্যের সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে বলেন, আমরা শিক্ষার্থীদের ভোগান্তির কথা বিবেচনা করেই সমন্বিত পদ্ধতি চালু করতে চেয়েছিলাম। তবে সিলেটবাসীর আন্দোলনের কারণে এ প্রক্রিয়ায় পরীক্ষা নেওয়া এখন আর সম্ভব নয়।

(দ্য রিপোর্ট/এমজেসি/এমএইচও/ এমডি/ ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর