thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

নির্বাচন নিয়ে মার্কিন নীতির পরিবর্তন হয়নি : মজিনা

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৫:১১:১১
নির্বাচন নিয়ে মার্কিন নীতির পরিবর্তন হয়নি : মজিনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের নীতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন ঢাকাস্থ মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা। তিনি বলেন, আমরা এখনো সংলাপ চাই।

সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে বুধবার তিনি সাংবাদিকদের এ কথা জানান।

বাণিজ্যমন্ত্রীর সঙ্গে ‘গুড ডিসকাশন’ হয়েছে উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত বলেন, সাক্ষাতে টিকফা চুক্তি, জিএসপি সুবিধা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশের নির্বাচনের পর গত ৬ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র যে বিবৃতি দিয়েছে সেটাই মার্কিন নীতির সুস্পষ্ট বক্তব্য। এই নীতির কোনো পরিবর্তন হয়নি। আমরা এখনো সংলাপ চাই।’

টিকফা প্রসঙ্গে মজিনা বলেন, এপ্রিলের প্রথম সপ্তাহে ঢাকায় টিকফার প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-আমেরিকার মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ কীভাবে বাড়ানো যায় এবং এক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনাসমূহ চিহ্নিত করে করণীয় বিষয় নিয়ে টিকফা বৈঠকে আলোচনা হবে।

জিএসপি সুবিধা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাংলাদেশ পুনরায় জিএসপি সুবিধা পেতে পারে। তবে এ জন্য কিছু পদক্ষেপ নিতে হবে। জিএসপি সংক্রান্ত পরবর্তী পর্যালোচনা বৈঠক আগামী মে মাসে হতে পারে’ বলে জানান তিনি।

‘টিকফা’র সঙ্গে জিএসপি’র কোনো সম্পর্ক আছে কি না’ জানতে চাইলে ‘দুটি ভিন্ন বিষয়’ বলে দাবি করেন মার্কিন রাষ্ট্রদূত।

(দ্য রিপোর্ট / এসআর / এমডি/ ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর