thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ইনকিলাবের দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৬:১৫:৫০
ইনকিলাবের দুই সাংবাদিকের জামিন নামঞ্জুর

দ্য রিপোর্ট প্রতিবেদক : মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে দায়ের করা মামলায় দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবি ও জ্যেষ্ঠ প্রতিবেদক রফিক মোহাম্মদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকা মহানগর দায়রা জজ এর বিচারক জহুরুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

ওয়ারি থানার তথ্যপ্রযুক্তি মামলায় [মামলা নং ১১(৫)২০১৪] তাদের জামিন চান আইনজীবী মো. মাহবুবুল হক ও এম হেলাল উদ্দিন। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করেন।

উল্লেখ্য, ১৬ জানুয়ারি ২০১৪ রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন লঙ্ঘনের অভিযোগে দৈনিক ইনকিলাবের অফিসে থেকে তাদের গ্রেফতার করে। পরে ওই রাতেই তথ্য ও প্রযুক্তি যোগাযোগ আইনে রাজধানীর ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

(দ্য রিপোর্ট/জেএ/এপি/এএইচ/ফেব্রুয়ারি ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর