thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘নতুন সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায় অভিনন্দন জানিয়েছে’

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৬:৫৭:২৬
‘নতুন সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায় অভিনন্দন জানিয়েছে’

দ্য রিপোর্ট প্রতিবেদক : দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারকে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থা অভিনন্দন জানিয়েছে এবং একই সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে বুধবার প্রশ্নোত্তর পর্বে সরকার দলীয় সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের উত্তরে শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থাসহ মোট ১০টি সংস্থার প্রধানগণ নবনির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে আমাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের সরকার ও আন্তজার্তিক সংস্থা প্রধানগণ নবনির্বাচিত সরকারের সঙ্গে গণতন্ত্র, সুশাসন ও উন্নয়নের ধারাকে সচল রাখতে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।’

বিভিন্ন দেশ ও সংস্থা থেকে অভিনন্দন বার্তা প্রাপ্তির এই ধারা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘সংসদীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রযাত্রায় গত ৫ বছরে আমাদের উন্নয়ন ও সুশাসনের অর্জনগুলোকে আরও গতিশীল করবে বলে আন্তর্জাতিক সম্প্রদায় মনে করে। এই অবস্থার প্রতিফল দেখেছি গত ১৬ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টে গৃহীত বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচন সম্পর্কিত রেজল্যুশনটিতে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘গত ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে সাংবিধানিক প্রক্রিয়ায় এক নির্বাচিত গণতান্ত্রিক সরকারের থেকে আরেকটি নির্বাচিত গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া পুনরায় শুরু হয়েছে।

শেখ হাসিনা বলেন, ‘নির্বাচন বানচালে বিএনপি-জামায়াত গোষ্ঠির সকল প্রকার সহিংস তৎপরতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অবৈধ ক্ষমতা দখলের অপচেষ্টার বিপক্ষে বিশ্ব সম্প্রদায় বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনের ফলাফলকে একটি ইতিবাচক অর্জন হিসেবেই গ্রহণ করেছে।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘গণতান্ত্রিক, শান্তিকামী, সহনশীল, অসাম্প্রদায়িক ও সন্ত্রাসবিরোধী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ আন্তর্জাতিক কূটনৈতিক পরিসরে যে উজ্জল ভাবমূর্তি তৈরি করেছে তা আগামীতেও অব্যাহত থাকবে বলে বিশ্ব সম্প্রদায় বিশ্বাস করে।’

(দ্য রিপোর্ট/এইচআর-আরএইচ/জেএম/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর