thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উপানুষ্ঠানিক শিক্ষা জরুরি’

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৭:২৯:৩৬
‘সমৃদ্ধ বাংলাদেশ গড়তে উপানুষ্ঠানিক শিক্ষা জরুরি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : অল্প সময়ের মধ্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আনুষ্ঠানিক শিক্ষার পাশাপাশি উপানুষ্ঠানিক শিক্ষা জরুরি বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান। অমিত সম্ভবনাময় বাংলাদেশকে অতি দ্রুত অর্থনৈতিকভাবে উন্নত দেশে পরিণত করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর তেজগাঁয়ে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বুধবার দুপুরে তিনি এ সব কথা বলেন।

উন্নয়নের জন্য শিক্ষার কোনও বিকল্প নেই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘উন্নত বিশ্বে বাংলাদেশের দক্ষ শ্রমিকের চাহিদা প্রচুর। তাই মূলধারা শিক্ষার পাশাপাশি যুব সমাজকে কারিগরি শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হবে। এ দক্ষ জনশক্তিকে সারাবিশ্বের শ্রম বাজারে ছড়িয়ে দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জন করে অর্থভাণ্ডার সমৃদ্ধ করা সম্ভব।’

বর্তমান সরকার ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে বদ্ধপরিকর জানিয়ে তিনি বলেন- ‘শিগগিরই উপানুষ্ঠানিক শিক্ষা আইন মন্ত্রিপরিষদ সভায় পাশ হবে। এ আইন পাশের ফলে উপানুষ্ঠানিক শিক্ষার নতুন দ্বার উন্মোচিত হবে।’

ব্যুরোর মহাপরিচালক মো. আখতার হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার হোসেন ও অতিরিক্ত সচিব সিরাজুল হক খান এবং ব্যুরোর ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রকল্প পরিচালকসহ কর্মচারীবৃন্দ।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর