thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘নতুন ঘর হলে নতুন বউ আনার শখ হয়’

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৮:১৪:০৬
‘নতুন ঘর হলে নতুন বউ আনার শখ হয়’

দ্য রিপোর্ট প্রতিবেদক : আমাদের দেশে পুরুষের একটি নতুন ঘর হলে নতুন বউ আনার শখ হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার দশম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের সম্পূরক এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এমন মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘গ্রামের দরিদ্র অসহায় পরিবারের জন্য আমরা ১৯৯৬ সালে আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করি। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র, নিঃস্ব পরিবারকে একটি করে ঘর দেওয়া হয়। যদি পরিবারের স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল হয় তাহলে ওই ঘরের মালিক হবে স্ত্রী। কারণ আমাদের দেশে দেখা যায় একটি নতুন ঘর হলে পুরুষের নতুন একটি বউ আনারও শখ হয়। যাতে এমন ঘটনা না ঘটে তাই ওই ঘরের মালিক নারীকেই দেওয়া হয়েছে।’

শেখ হাসিনা বলেন, ‘রাজধানীর ছিন্নমূল জনগোষ্ঠী বিশেষ করে বস্তির জনগণকে পুনর্বাসন করতে ‘ঘরে ফেরা কর্মসূচি’ শীর্ষক একটি প্রকল্প হাতে নিয়েছিলাম। এই প্রকল্পের উদ্দেশ্য ছিল যারা জীবিকা ও জীবন ধারণের জন্য রাজধানীতে আসে অথচ গ্রামে তাদের জমি রয়েছে এমন জনগোষ্ঠীকে গ্রামে ফিরিয়ে নেওয়া। ওই প্রকল্পের মাধ্যমে তাদের একটি ঘর করার টাকা। ছেলেমেয়েদের পড়াশুনার ব্যয় এবং ভিজিএফ প্রকল্পের মাধ্যমে ছয় মাস খাদ্য সুবিধা দেওয়াসহ কর্মসংস্থানের জন্য আর্থিক সহায়তাও দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে জামায়াত-বিএনপি সরকার এই প্রকল্পটি বাতিল করে দেয়।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ঘরে ফেরা কর্মসূচি ছাড়াও রাজধানীর বস্তিবাসী বিশেষ করে স্বল্প আয়ের মানুষের জন্য রাজধানীর ভাসানটেকে একটি গৃহায়ণ প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু আমাদের মেয়াদের শেষ দিকে হওয়ায় এই প্রকল্পটি আমরা শেষ করে যেতে পারিনি। পরবর্তীতে চার দলীয় জোট সরকার এই প্রকল্পের ফ্ল্যাটগুলো বিভিন্ন লোকের মধ্যে বন্টনসহ বিক্রি করে দেয়। এতে যাদের উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছিল তারা বঞ্চিত হয়। জানা গেছে এই প্রকল্পের কিছু ফ্ল্যাট এখনও খালি রয়েছে। এগুলো আমরা স্বল্প আয়ের মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করব।’

(দ্য রিপোর্ট/আরএইচ-এইচআর/এমসি/ এনআই/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর