thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

৩ সিমারেই টেস্ট পরীক্ষায় ভারত

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৮:১৬:৫৮
৩ সিমারেই টেস্ট পরীক্ষায় ভারত

দ্য রিপোর্ট ডেস্ক : বৃহস্পতিবার খুব সকালেই শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড প্রথম টেস্ট। স্বাগতিকদের চেয়ে টেস্ট সিরিজটি ভারতের জন্য অতীব গুরুত্বপূর্ণ। বিশেষ করে ওয়ানডেতে ৪-০ তে হারার পর বিশ্বব্যাপী টিম ইন্ডিয়াকে তুলোধুনো করা হচ্ছে। আইসিসির কাণ্ড-কারখানার সঙ্গে ওই বাজে ফল ভারতের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাই টেস্ট ম্যাচে ভালো করে তার জবাব দিতে বদ্ধপরিকর ভারত। এক জাদেজাকে বাদ দিলে ৩ পেসার নিয়েই মাঠে নামছেন ধোনি। তার লক্ষ্য কাঁটা দিয়ে কাঁটা তোলা।

অন্যদিকে যে স্পিন নিয়ে ভারতে মাতম, মাতামাতি সেই স্পিন অস্ত্রেই ভারতকে ঘায়েলের পরিকল্পনা নিয়েছে নিউজিল্যান্ড। তারা এই টেস্টে ভারতীয় বংশদ্ভূত ইশ শোধিকে ম্যাচে খেলাতে পারে। লুধিয়ানার এই লেগস্পিনারকে নিয়ে বড় স্বপ্ন স্বাগতিকদের। আসলে স্পিন নয়, নিউজিল্যান্ড তাদের নতুন আবিষ্কার ইশকে প্রয়োগ করে ভারতকে মানসিকভাবে চাপে ফেলার চেষ্টা করছে। অবশ্য টেস্ট শুরুর আগে দারুণ পারফর্ম করছেন ইশ। ড্যানিয়েল ভেট্টরির কাছ থেকেও পেয়েছেন স্পিন-সংক্রান্ত টিপস, পেয়েছেন স্পিন সম্রাট ওয়ার্নের টিপসও। তাতে বেজায় আত্মবিশ্বাসী ইশ৷ প্রথম এগারোয় থাকবেন কি না নিশ্চিত না হলেও ম্যাচ নিয়ে ভাবনা-চিন্তা শুরু করে দিয়েছেন ভিন্ন ঘরানার এই স্পিনার৷ বলেছেন, ‘প্রথম ইনিংসে হয়ত আমাকে রক্ষণাত্মক বোলিং করতে হবে৷ কারণ তখন উইকেট সজীব থাকবে৷ দ্বিতীয় ইনিংসে উইকেট স্পিন-সহায়ক হলে আমাকে আক্রমণাত্মক ভূমিকা নিতে হবে।’

নিউজিল্যান্ডের অধিনায়ক ব্রেন্ডন ম্যাককুলাম বলেছেন, ‘বোলাররা বেশ ভাল সময়ে রয়েছেন। যুগল বোলিংয়ে দারুণ করছেন তারা। তারা বাতাসেও বল ঘোরাতে পারছেন। এই মৌসুমে বোলার বেশ সহায়তাও পাচ্ছেন উইকেট থেকে। আমার বিশ্বাস তারা টেস্টেও ভাল করবে।’

ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘কঠিন সময়ে আমরা বার বার ব্যর্থ হচ্ছি সাফল্য ঘরে তুলতে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও ঘটেছে তাই। একটি বাজে সেশনের ধাক্কায় সব ওলট-পালট হয়ে যাচ্ছে। এই ফরম্যাটে তেমন একটি ঘটনা ব্যাপক প্রভাব ফেলে। ঠিক ওই মুহূর্তে আমরা খানিকটা বেসামাল হয়ে পড়ি। যার ফলে খেসারত দিতে হয়।’

ড্যাম স্মার্ট ইশ নিজের ব্যাপারে বেশ খোলামেলা কথা বলেছেন। দলে নিশ্চিত না হতেই আলোচনায় উঠে এসেছেন। বলেছেন, ‘আমার যেটা সবচেয়ে ভাল লাগত তা হলো ওয়ার্নের অ্যাপ্রোচ৷ যখন বোলিংটা করেন, তখন শুধু সেদিন কীভাবে বল করবেন তাই মাথায় থাকত৷ ছোটবেলায় চোখ টেনেছিল কুম্বলের বোলিং৷ ছোটবেলায় মনে করতাম অনিল কুম্বলের মতো বোলিং করব৷ বা শেন ওয়ার্নের মতো৷ কিন্তু বড় হয়ে বোঝা যায় কারও মতো বোলিং করা যায় না৷ সবার শারীরিক গঠন আলাদা৷ মানসিকতা আলাদা৷ তখন ঠিক করলাম, যে গুণগুলো তাদের সেরা বানিয়েছে, সেগুলো নিজের ক্ষমতা অনুযায়ী তৈরি করতে হবে৷'

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান আইকন মার্টিন ক্রোর চোখ খুঁজে বেড়াচ্ছে বিরাট কোহিলকে। স্পষ্ট করেই তিনি বলেছেন, 'কোহলির মধ্যে দ্রাবিড়ের মতো দায়বদ্ধতা, শেওয়াগের উগ্রতা এবং শচিনের ব্যাপকতা আছে৷ এগুলো ওর নিজস্ব গুণ৷আইপিএলে তার সঙ্গে কোহলির পরিচয় হওয়ার লগ্নেই বুঝেছিলেন কি বারুদ বিরাটের মধ্যে রয়েছে। টেস্ট শুরুর আগে ক্রো বলেছেন, 'এখন ভারতীয় টিমটা নতুন করে তৈরি হচ্ছে৷ ৩ জন তারকা নেই৷ কোহলি কিন্তু খুব ভাল ভাবে দায়িত্ব নিতে পারছে৷ মাত্র ২২টা টেস্ট খেলেই ও টিমের প্রধান ব্যাটসম্যান৷ আমি মনে করি, নিউজিল্যান্ডকে ওর ব্যাপারে সবার আগে কৌশল নিতে হবে।’

(দ্য রিপোর্ট/এএস/সিজি/এনআই/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর