thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

অ্যাজাক্সের জালে ঊষার ১০ গোল

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৮:৩৭:৪২
অ্যাজাক্সের জালে ঊষার ১০ গোল

দ্য রিপোর্ট প্রতিবেদক : গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার বিভাগ হকির সুপার লিগে উড়ন্ত সূচনা করেছে ঊষা ক্রীড়া চক্র। বুধবার অ্যাজাক্সের বিপক্ষে রীতিমতো গোল উৎসবে মেতেছিল পুরনো ঢাকার দলটি। প্রতিপক্ষের জালে গুনে গুনে ১০ বার বল জালে পাঠিয়েছে তারা।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঊষার হয়ে মামুনুর রহমান চয়ন ৩টি, মইনুল ইসলাম কৌশিক ও রিমন কুমার ঘোষ ২টি করে এবং সাফকাত রসুল, সারোয়ার হোসেন ও ফজলে হোসেন রাব্বি একটি করে গোল করেছেন। অ্যাজাক্সের হয়ে ২টি গোল পরিশোধ করেছেন জাহিদুল ইসলাম রাজন ও সোহানুর রহমান।

একই মাঠে দিনের অপর ম্যাচে আবাহনী ৬-০ গোলে হারিয়েছে সাধরণ বীমাকে। বিজয়ী দলের পক্ষে পুস্কর ক্ষিসা মিমো ও নাইমউদ্দিন ২টি করে এবং তৌসিক ও আবদুল হাশিম খান একটি করে গোল করেছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এনআই/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর