thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

‘শ্রমিকদের মতো সততা আমারও নেই’

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৮:৫১:৫২
‘শ্রমিকদের মতো সততা আমারও নেই’

নারায়ণগঞ্জ সংবাদদাতা : শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মজিবুল হক চুন্নু বলেছেন, সকাল থেকে রাত পর্যন্ত যারা মাথার ঘাম পায়ে ফেলে হালাল রুজি উপার্জন করেন সেই শ্রমিকদের মতো সততা আমারও নেই। তাদের মাঝে উপস্থিত হয়ে বক্তব্য দিতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি।

বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইলের ওয়াটার ওয়ার্কার্স রোডস্থ রফতানিমুখী গার্মেন্ট নিট কনসার্ন লিমিটেড পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির অডিটরিয়ামে শ্রমিকদের উদ্দেশে এ সব কথা বলেন তিনি।

এ সময় তিনি শ্রমিকদের নিকট থেকে সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো অনুযায়ী শ্রমিকরা বেতন পাচ্ছে কী না তা জানতে চান। প্রতুত্তরে শ্রমিকরা নতুন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছে বলে তাকে জানান।

তিনি বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শ্রমিকদের আপনজন। এক মেয়াদে তিনি দুই দফা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করেছেন।

মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেন, কলকারখানা ও শ্রমিক সেক্টর দুটিই আমার নিকট নতুন। শ্রমিকদের কল্যাণ ও মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে কারখানাগুলোতে যাতে ভালো পরিবেশ বজায় থাকে আমরা সে বিষয়টিই গুরুত্ব দিচ্ছি। ফ্যাক্টরিগুলোতে সরকার ঘোষিত ওয়েজবোর্ড বাস্তবায়ন হচ্ছে কী না তা দেখছি।

দুপুরে শহরের চাষাঢ়ায় অবস্থিত শ্রম কল্যাণ কেন্দ্র পরিদর্শন করে প্রতিমন্ত্রী কেন্দ্রের চিকিৎসকের কাছে শ্রমিকদের চিকিৎসা সেবার খোঁজ খবর নেন। পরে তিনি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে থাকা শ্রমকল্যাণ কেন্দ্রটি ঘুরে দেখেন।

নিট কনসার্ন লিমিটেড পরিদর্শন শেষে ফতুল্লার বিসিক শিল্পনগরীতে অবস্থিত বিকেএমইএ এর ডে-কেয়ার, হেলথ-কেয়ার এবং ট্রেনিং সেন্টার, নির্মিতব্য বিসিক ফায়ার স্টেশন ও সর্বশেষ ফকির অ্যাপারেলস লিমিটেড পরিদর্শন করেন।

মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, পরিচালক আবু সাঈদ মো. খুরশিদুল আলম, উপ-সচিব আমিনুল ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠানসমূহের ভারপ্রাপ্ত পরিচালক মো. মশিউর রহমান, বিকেএমইএ এর প্রথম সহ-সভাপতি মোহাম্মদ হাতেম, নিট কনসার্ন লিমিটেডের এমডি জয়নাল আবেদীন মোল্লা, এক্সিকিউটিভ ডিরেক্টর জাহাঙ্গীর আলম মোল্লা, রফিকুল ইসলাম প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএম/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর