thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ মে 24, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১০ জিলকদ  1445

ট্রিপলে আনন্দে আত্মহারা সাঙ্গাকারা

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ১৯:৩৮:১৪
ট্রিপলে আনন্দে আত্মহারা সাঙ্গাকারা

দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ধরা হয় তাকে। দলের হয়ে ম্যাচের পর ম্যাচ নির্ভরতার প্রতীক হয়ে ওঠেছেন নিজ মেধা-মননে। তার নাম কুমার সাঙ্গাকারা। ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি পেয়েছেন বুধবার সাগরিকায়। একটু উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। কিন্তু সংবাদ সম্মেলনে এসেছেন খুব স্বাভাবিকভাবে। যেনো কিছুই হয়নি। গ্যালারিতে থাকা প্রায় হাজার দুইয়েক দর্শক সাক্ষী হয়েছে তার এ বিরল কীর্তির। একই টেস্টে সেঞ্চুরি সংখ্যা বেড়েছে ৩ জায়গায়। সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি ও ট্রিপল সেঞ্চুরি। ৩৩ থেকে ৩৪। ৮ থেকে ৯ এবং ০ থেকে ১। অধরা সেই ট্রিপল সেঞ্চুরির পর সংবাদ সম্মেলনে বলেছন, ‘ব্যাটসম্যান হিসেবে ক্রিকেট থেকে অনেক পেয়েছি। তবে দলের জন্য আরও চাওয়া আছে আমার।’

১২২তম ম্যাচে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির করেছেন তিনি। তার আগেই বন্ধু মাহেলাও পেয়েছেন। নিজের ট্রিপল সেঞ্চুরি করা নিয়ে সাঙ্গাকারা বলেছেন, ‘প্রত্যেক ব্যাটসম্যানেরই স্বপ্ন থাকে শুধু স্কোর করা। প্রতিটি সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি বা ট্রিপল সেঞ্চুরিই ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ। ব্রায়ান লারাও ৪০০ করেছেন। সব মিলিয়ে অনেক অপেক্ষার পর ট্রিপল সেঞ্চুরি করতে পেরে আমি আনন্দিত।’ সঙ্গে যোগ করেছেন, ‘ধারাবাহিকভাবে টেস্ট জিততে চাই আমরা। বিশেষত দেশের বাইরে। সামনের দিনগুলোতে বড় বড় দলগুলোর সঙ্গে জিততে চাই। একই সঙ্গে টেস্ট ক্রিকেটে ধারাবাহিক উন্নতিও আশা করি আমি।’

ট্রিপল সেঞ্চুরি পাওয়ার আগে তার বিপরীত দিকের ব্যাটসম্যানরা সাজঘরে ফিরে যাচ্ছিলেন। এ সময় তাকে কোনো চাপে ফেলেছিলো কী না এমন প্রশ্নের জবাবে সাঙ্গাকারার বক্তব্য, ‘আসলে ক্রিকেটে পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে হয়। আমি আজ সে চেষ্টাই করেছি। বিশেষ করে একপাশ দিয়ে উইকেটগুলো পড়ে যাওয়ার কারণে কিছুটা চাপে হয়ত পরে যেতাম। কিন্তু একটা পর্যায়ে আমি চেয়েছি দ্রুত তিনশ’ ছুঁতে। শেষ পর্যন্ত করেছিও তাই।’

ভিভ রিচার্ডকে এক সময় আইডল মানতেন সাঙ্গাকারা। তারপর ব্রায়ান লারার খেলাও মুগ্ধতা ছড়িয়েছে তার মনে। সাম্প্রতিক সময়ে লারার সাফল্যের সঙ্গে সাঙ্গাকারার নামও উচ্চারণ করা হয়। এ বিষয়ে সাঙ্গাকারা বলেছেন, ‘ভিভ রিচার্ডকে দেখে বড় হয়েছি। লারার খেলাও অসাধারণ। সম্প্রতি ব্যাটিংয়ে নানা কারণে এ ২ জনের সঙ্গে আমার নাম উচ্চারিত হচ্ছে। আমি গর্বিত। তবে নিজেকে লারার সঙ্গে তুলনা করতে চাই না। আসলে লারার খেলা দেখার অভিজ্ঞতা অসাধারণ। তিনি ম্যাজিক্যাল।’

মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সাঙ্গাকারা অঘোষিত এক লড়াই-ই চলছে। এখনও ক্রিকেট খেলে যাচ্ছেন এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন সাঙ্গাকারার। গত ম্যাচে তাকে ছুঁয়েছিলেন জয়াবর্ধনে। এবার তাকে ছাড়িয়ে গেছেন সাঙ্গাকারা। তাদের ২ জনের প্রতিদ্বন্দ্বিতা কোনো পর্যায়ের জানতে চাইলে তিনি বলেছেন, ‘আসলে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি জয়াবর্ধনে বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যানদের একজন। বিশেষ করে শ্রীলঙ্কান ক্রিকেটের জন্য বড় সম্পদ। সব মিলিয়ে তার সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলা আমার জন্য এবং দলের সবার জন্য বিশেষ কিছু।’

সাঙ্গাকারার বড় ৫টি ইনিংস এসেছে বাংলাদেশের বিপক্ষে। তবে কী তিনি বাংলাদেশের বিরুদ্ধে রান করাটা কিছুটা হলেও সহজ মনে করেন? এমন প্রশ্নে কিছুটা বিব্রত সাঙ্গাকারা বলেছেন, ‘এটা বলা তো বেশ কঠিন! আসলে আমি শুধু রান করার জন্যই খেলি। প্রতিপক্ষের দিকে তাকাই না। তা ছাড়া সুযোগ পেলে সেটা কাজে লাগানোই বড় কথা। বোলার বা প্রতিপক্ষ দেখে দেখে তো স্কোর করা সম্ভব নয়।’

(দ্য রিপোর্ট/আরআই/এএস/সিজি/আরকে/ফেব্রুয়ারি ৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর