thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

বর্ষপূতিতে গণজাগরণযাত্রা, রাজপথে থাকার অঙ্গীকার

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ২০:২৪:১৪
বর্ষপূতিতে গণজাগরণযাত্রা, রাজপথে থাকার অঙ্গীকার

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার করেছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা। গণজাগরণ মঞ্চের এক বছর পূর্তিতে সন্ধ্যায় জাগরণযাত্রা শেষে মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এক সংক্ষিপ্ত সমাবেশে মঞ্চের কর্মীসহ উপস্থিত সকলকে এ অঙ্গীকার করান।

বুধবার বিকেলে শাহবাগ প্রজন্ম চত্বরে জাতীয় সংগীতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাগরণযাত্রা শুরু হয়। এরপর ডা. ইমরান এইচ সরকারের নেতৃত্বে শাহবাগ থেকে কারওয়ানবাজার ঘুরে পুনরায় শাহবাগ হয়ে টিএসসির রাজু ভাস্কর্য দিয়ে গণজাগরণ মঞ্চে এসে শেষ হয় জাগরণযাত্রা।

এ সময় গণজাগরণ মঞ্চের কর্মীদের হাতে রাজাকার ও সাম্প্রদায়িক হামলার বিরুদ্ধে স্লোগান সমৃদ্ধ প্ল্যাকার্ড ও ফেস্টুন দেখা যায়। জাগরণযাত্রায় অংশ নেওয়ার জন্য গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার সকলকে ধন্যবাদ জানান।

জাগরণযাত্রায় অংশ নেন প্রবীণ সাংবাদিক কামাল লোহানী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, চিত্রশিল্পী হাশেম খান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসিরউদ্দিন ইউসুফ, আবৃত্তিশিল্পী ভাস্বর বন্দ্যোপাধ্যায়, গণসংগীতশিল্পী ফকির আলমগীর, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।

জাগরণযাত্রা শেষে শুরু হয় উন্মুক্ত স্মৃতিচারণ। স্মৃতিচারণে বক্তারা বলেন, দেশ-বিদেশের গণজাগরণ মঞ্চের কর্মীদের সকল যুদ্ধাপরাধীর সাজা না হওয়া পর্যন্ত রাজপথে থাকার অঙ্গীকার এবং সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধের শপথ গ্রহণ করা হয়। এর পর পরই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। স্মৃতিচারণ শেষে রাত ১০টা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

(দ্য রিপোর্ট/এসআর/এপি/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর