thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৫ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

জাবি উপাচার্য প্যানেল নির্বাচন ২০ ফেব্রুয়ারি

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ২০:২৬:৫৩
জাবি উপাচার্য প্যানেল নির্বাচন ২০ ফেব্রুয়ারি

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য প্যানেল নির্বাচন ২০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে একই দিনে বিশেষ সিনেট আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

নির্বাচনের পর রাষ্ট্রপতির কাছে প্রেরিত উপাচার্য প্যানেলের মধ্য থেকে একজনকে উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন বিশ্ববিদ্যালয়ের আচার্য।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন বুধবার সন্ধ্যায় দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেন।

অধ্যাপক মতিন বলেন, ২০ ফেব্রয়ারি বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিনেট হলে উপাচার্য প্যানেল গঠনে সিনেট আহ্বান করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন শিক্ষকদের টানা ১১ মাস আন্দোলনের মুখে পদত্যাগ করেন। তার পদত্যাগের ৩০ দিনের মধ্যে বিদ্যমান সিনেটে উপাচার্য প্যানেল গঠনের নির্দেশ দিয়ে ২২ জানুয়ারি উপ-উপাচার্য (শিক্ষা) ড. এম এ মতিনকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেন রাষ্ট্রপতি।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/আরকে/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর