thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

১০ বছর পূর্তি উদযাপন করলো জাবির ‘বাঁধন’

২০১৪ ফেব্রুয়ারি ০৫ ২২:৩০:৫১
১০ বছর পূর্তি উদযাপন করলো জাবির ‘বাঁধন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন ‘বাঁধন’র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন ১০ বছর পূর্তি উদযাপন করেছে।

বুধবার সকালে বর্ষপূতি উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন করেন জাবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. এম এ মতিন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য বাঁধন-এর সকল সদস্যকে মানবতার দূত হিসেবে অভিহিত করেন। এ সময় তিনি বলেন, ‘রক্তদানের মাধ্যমে অপরের জীবন বাঁচানোর মধ্যে আত্মতৃপ্তির অনুভূতি কাজ করে। যিনি স্বেচ্ছায় রক্ত দান করেছেন তিনি এই আত্মতৃপ্তি এবং সুখ অনুভূতি লাভ করতে সক্ষম হয়েছেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাঁধন-এর উপদেষ্টা অধ্যাপক ড. খবির উদ্দিন, ড. সোহেল আহমদ এবং বাঁধন-এর সভাপতি দিদারুল আলম ও সাধারণ সম্পাদক শেখ মো. আলামিন প্রমুখ।

এ উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা বুধবার সকাল সাড়ে নয়টায় ‘বাঁধন’র কার্যালয় থেকে ক্যাম্পাসে একটি আনন্দ শোভাযাত্রা বের করে।

উল্লেখ্য, পাঁচ জানুয়ারি দশম জাতীয় সংসদের নির্বাচন থাকায় বুধবার ‘বাঁধন’র দশম বর্ষপূর্তি উদযাপিত হয়।

(দ্য রিপোর্ট/এএস/জেএম/ফেব্রুয়ারি ০৫, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর