thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৪:৫৯:২০
রাবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০১৩-১৪ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। আইন অনুষদের ডিন প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ্র এ তথ্য নিশ্চিত করেন।

ড. বিশ্বজিৎ চন্দ্র বলেন, ‘আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার ভর্তি পরীক্ষায় ২৯৭ জনকে উত্তীর্ণ করা হয়েছে। জোড় রোলধারীদের মধ্যে মেধা তালিকায় প্রথম থেকে ১৪৭ ও বিজোড় রোলধারীদের মধ্যে মেধাতালিকায় প্রথম থেকে ১৫০ জনকে সাক্ষ্যাৎকারের জন্য ডাকা হয়েছে।

তিনি আরও বলেন, ‘উত্তীর্ণ শিক্ষার্থীদের ১৩ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ৯টার মধ্যে আইন অনুষদের অফিসে নাম তালিকাভুক্ত করতে হবে। সাক্ষাৎকার চলবে বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার ফলাফল ও ভর্তি সংক্রান্ত সকল তথ্য ডীন কমপ্লেক্সের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (Admission.ru.ac.bd) জানা যাবে।

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/এমসি/আরকে/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর