thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

রাবিতে অস্ত্রধারীদের গ্রেফতার ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৮:২৯:০৭
রাবিতে অস্ত্রধারীদের গ্রেফতার ও ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি

রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) অস্ত্রধারীদের গ্রেফতার ও দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ (সাদাদল)।

বিশ্ববিদ্যালয়ের জুবেরী ভবনের পূর্ব লাউঞ্জে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদাদলের যুগ্ম-আহ্বায়ক প্রফেসর ড. এনামুল হক বলেন, ‘০২ ফেব্রুয়ারি সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে চলমান আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের সন্ত্রাসীরা আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় অস্ত্র উঁচিয়ে গুলি করে। আইনশৃঙ্খলা বাহিনী সেদিন আন্দোলনকারী শিক্ষার্থীদের রক্ষার্থে কোনো ব্যবস্থা না নিয়ে বরং শিক্ষার্থীদের উপর গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।’

ড. এনামুল হক বলেন, ‘চিহ্নিত ছয়জন অস্ত্রধারীকে আসামি না করে উল্টো শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন অস্ত্রধারী সন্ত্রাসীদের আড়াল করে নামহীন সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা করে। এ সকল মামলা প্রত্যাহার করে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আজহার আলী, সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. রফিকুল ইসলাম, সাবেক সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. হাসেম আলী, প্রফেসর ড. বেলাল হোসেন, প্রফেসর ড. মাঈন উদ্দিন, প্রফেসর ড. সি এম মোস্তফা, ড. হাসানাত আলী প্রমুখ।

(দ্য রিপোর্ট/এমএএ/এফএস/এমসি/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর