thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

টিম স্পিরিট মূল শক্তি: মিরাজ

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ১৯:০১:৪৭
টিম স্পিরিট মূল শক্তি: মিরাজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : আগামী ১৪ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হবে যুব বিশ্বকাপ। এ আসরে অংশ নিতে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল ৮ ফেব্রুয়ারি দুবাইয়ের উদ্দেশে রওয়ানা হবে। এ সফর নিয়ে বেশ আশাবাদী দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। টিম স্পিরিটকে দলের মূল শক্তি হিসেবে দেখছেন তিনি।

৪টি গ্রুপে বিভক্ত হয়ে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে এবারের যুব বিশ্বকাপে। বাংলাদেশ প্রতিদ্বন্দ্বিতা করবে ‘বি’ গ্রুপে। এ গ্রুপের অপর তিন দল অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া। ‘এ’ গ্রুপে লড়বে ভারত, পাকিস্তান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনি এবং গ্রুপ ‘সি’ দলগুলো হল- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, কানাডা ও জিম্বাবুয়ে। ‘ডি’ গ্রুপে মুখোমুখি হবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত।

বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে মেহেদী হাসান মিরাজ দলের প্রস্তুতি, লক্ষ্য নিয়ে কথা বলেছেন। প্রস্তুতির বিষয়ে জানতে চাইলে মিরাজ বলেছেন, ‘প্রস্তুতির কোনও ঘাটতি নেই। বিকেএসপিতে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি। সেখানে আমরা ৪টা ম্যাচ জিতেছি। আমাদের ব্যাটসম্যানরাও রানে আছেন। আমাদের জন্য এটা প্লাস পয়েন্ট। এ ছাড়া অনুশীলনে কোন ঘাটতি ছিলো না।’ নিজের ব্যাক্তিগত লক্ষ্য সম্পর্কে তিনি জানিয়েছেন বিশ্বকাপে ব্যাটিং এবং বোলিংয়ে টপ ৫ থাকার কথা। এ ছাড়া দলের মুল শক্তি হিসাবে কোনটি ভূমিকা রাখে, এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেছেন, ‘দলের মূল শক্তি টিম স্পিরিট। কারণ আমরা ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ৩ বিভাগই ভালো।’

গ্রুপের অন্যদলগুলোর বিষয়ে অধিনায়ক বলেছেন, ‘কোন দলকেই ছোট করে দেখার কোন সুযোগ নেই। কেননা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, নামিবিয়া অনেক ভালো দল। আমাদের আশা থাকবে আমরা একটি একটি করে ম্যাচ খেলব। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ আমাদের জন্যে গুরুত্বপূর্ণ। তারপর নামিবিয়া, তারপর অস্ট্রেলিয়া। আমরা চাইব ম্যাচ বাই ম্যাচ জিততে।’

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/আরকে/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর