thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

এখনও ড্র করা সম্ভব : শুভ

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ২০:২৫:২৬
এখনও ড্র করা সম্ভব : শুভ

রবিউল ইসলাম, দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : শূন্য রানে তামিম আউট; অনেকে ধরে নিয়েছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের মতোই দ্বিতীয় টেস্টটা হতে যাচ্ছে। কিন্তু শামসুর রহমান শুভ ও ইমরুল কায়েসের জোড়া সেঞ্চুরিতে আপাতত সেই আশঙ্কা নেই। মুশফিক বাহিনী ১৭৮ রানে পিছিয়ে থাকলেও হাতে রয়েছে এখনও ২ উইকেট। এই ভরসায় চট্টগ্রাম টেস্টে ড্র করার স্বপ্ন দেখছেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পাওয়া ব্যাটসম্যান শামসুর রহমান শুভ।

চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে শুভ উপস্থিত হয়েছিলেন সংবাদ সম্মেলনে। কোন দুর্ঘটনা না হলে চট্টগ্রাম টেস্ট ড্র করা সম্ভব বলে জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, ‘আমার মনে হয় কোন দুর্ঘটনা না ঘটলে এখনও ড্র করা সম্ভব। এ উইকেটে কোন ব্যাটসম্যান যদি ভুল না করে তবে আউট করা খুব কঠিন। এ জন্য আমাদের ভালো বল করতে হবে। যাতে অল্প সময়ের মধ্যে ওদের বেঁধে ফেলা যায়। আমাদেরও ভালো ব্যাট করতে হবে।’

সেঞ্চুরি করার পর ইমরুল এবং আপনি যেভাবে আউট হলেন দিনশেষে এটি দলকে ব্যাকফুটে নিয়ে গেছে কী না- জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমরা চেষ্টা করেছি আমাদের সেরাটা খেলার। ওইদিক দিয়ে আমরা সফল হয়েছি। বড় জুটি হয়েছে। তবে শেষদিকে একটা বাজে সিদ্ধান্তে দিনটা আমাদের হলো না। নাসির যদি আউট না হতো খুব ভালো মতো দিনটা শেষ করতে পারতাম আমরা।’ নাসিরের আউট নিয়ে তিনি আরও বলেছেন, ‘বলটি ব্যাটে লাগেনি। ব্যাট উইকেটের মধ্যে টাচ করেছিল। আমরা রিপ্লেতেও দেখেছি আউট ছিল না। খুব বাজে সিদ্ধান্ত ছিল। ৩টি ইনিংসের মধ্যে ২টি ইনিংসই ওর ফেভারে ছিল না। একটি মিরপুরে, একটি এখানে।’

সাকিব-তামিম-ইমরুল-মুমিনুল-শামসুর যেভাবে আউট হলো সেটা চোখে লাগার মতো ছিল। টেস্ট ক্রিকেটে এমন আউট সাধারণত হয় না। কিন্তু সংবাদ সম্মেলনে শুভ শুধু দলকে ব্যাকফুটে ঠেলে দিলেন নাসিরের আউট দিয়ে। কেন- এ ব্যাপারে জানতে চাইলে শুভ বলেছেন, ‘নাসির সব সময় সব ফরম্যাটের ক্রিকেটে পারফর্ম করে। একটা পারফর্মার যদি এ রকম একটা বাজে সিদ্ধান্তে আউট হয়ে যায় তাতে পুরো দলের ওপরই প্রভাব পড়ে।’ বাকি আউটগুলো সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছেন, ‘আমি নিজে বাজে শট খেলে আউট হয়েছি। ইমরুলেরটাও বাজে শট ছিল। বাকিগুলো ক্যালকুলেটিভ ব্যাটিং ছিল না। ক্যালকুলেটিভ ব্যাটিং করতে পারলে আমাদের আজকে (বৃহস্পতিবার) আরও ২/৩টি উইকেট কম থাকত। রানটাও ভালো হতো।’

সেঞ্চুরি পাওয়ার পরপরই আউট হয়ে গেলেন। কোনো আত্মতুষ্টিতে ভুগছিলেন কী না? এমন প্রশ্নের উত্তরে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করা শামসুর রহমান বলেছেন, ‘এমন কোন চিন্তা আমার মাঝে আসেনি। ইমরুলের মধ্যে এসেছিল কী না আমি বলতে পারব না। উইকেটে তেমন কোন টার্ন ছিল না। আমি চেষ্টা করেছি পজেটিভ থাকার। ভেবেছিলাম ডাবল হলে হয়ে যাবে, আস্তে আস্তে ধরে ধরে খেলব। আমি বলব আমার খুব বাজে একটা সিদ্ধান্ত ছিল ওই মুহূর্তে আমার ওরকম শট খেলাটা।’

ক্যারিয়ারের প্রথম শতকের পর সেঞ্চুরি করার অভিজ্ঞতা এবং উদযাপন কেমন ছিল-এ বিষয়ে শুভ বলেছেন, ‘প্রথমে বলব এটি একটি বড় অভিজ্ঞতা। প্রথম শ্রেণী ক্রিকেট কিংবা ক্লাব ক্রিকেটে এটা ভিন্ন জিনিস। টেস্ট ক্রিকেট এটা আরও ভিন্ন। একটি ভালো দলের সঙ্গে পারফর্মমেন্স করা, রান করা এটা অন্য রকম অনুভূতি। আমি সবসময় যেখানেই খেলি একটাই চিন্তা থাকে- পারফর্ম করা। যাতে দলের পজেটিভ দিকটা আসে, নেগেটিভ দিকটা নয়। শুধু প্রথম টেস্টে এক শ’ করা নয়, পরের ম্যাচগুলোতে আরও ভালো খেলার তাড়না থাকবে।’

সেঞ্চুরি হওয়ার আগে নার্ভাস ছিলেন কী না? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘প্রথম টেস্টে আমি বলেছিলাম আমি নার্ভাস হয়নি। চিন্তা করেছি যদি সেঞ্চুরি না হয় কী হবে। আর হলেও জিনিটা অন্য রকম হবে। আমি ওই সময়টা নিজের মানসিক দিকটা ঠিক রাখার চেষ্টা করেছি।’ নিজের ইনিংস সম্পর্কে শামসুর নিজেই বলেছেন, ‘আমি সবসময় পজেটিভ থাকার চেষ্টা করেছি। আমার খেলাটাই আমি খেলতে চেয়েছি। আমি আমার মতোই খেলার চেষ্টা করেছি।’

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর