thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ মে 24, ২৪ বৈশাখ ১৪৩১,  ২৮ শাওয়াল 1445

জাবিতে ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ২০:৫৩:৫৪
জাবিতে ছাত্রলীগ নেতাকে বহিষ্কারের সিদ্ধান্ত

দি রিপোর্ট প্রতিবেদক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি ড. গোলাম মঈনুদ্দিনকে মারধর করার অভিযোগে ছাত্রলীগ নেতা মামুন খানকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরবর্তী সিন্ডিকেট সভায় তাকে আজীবন বহিষ্কারের জন্য সুপারিশ করা হবে বলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মুজিবুর রহমান দ্য রিপোর্টকে জানিয়েছেন।

প্রসঙ্গত, স্নাতকোত্তরের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষা দিতে অনুমতি না দেওয়ায় গত ২৩ জানুয়ারি নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সভাপতি গোলাম মইনুদ্দিনকে মারধর করে অভিযুক্ত শিক্ষার্থী মামুন খান। ওইদিন রাতেই জরুরী শৃঙ্খলা কমিটির সভায় মামুন খানকে সাময়িক ‘বহিষ্কার’ ও ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তার বিরুদ্ধে আশুলিয়া থানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে মামলা করে। তার স্নাতকের সব সনদপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এএস/এমসি/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর