thereport24.com
ঢাকা, সোমবার, ১০ মার্চ 25, ২৬ ফাল্গুন ১৪৩১,  ১০ রমজান 1446

জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২

সেরা পরিচালক হুমায়ূন আহমেদ

২০১৪ ফেব্রুয়ারি ০৬ ২১:৫২:২৮
সেরা পরিচালক হুমায়ূন আহমেদ

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১২’ ঘোষণা করেছে সরকার। ঘেটুপুত্র কমলা চলচ্চিত্রের জন্য এবার শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক নির্বাচিত হয়েছেন প্রয়াত হুমায়ূন আহমেদ। মোট আটটি বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘ঘেটুপুত্র কমলা’।

প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন শাকিব খান (খোদার পরে মা) ও প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া আহসান (চোরাবালি)।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে। চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের ২৪টি ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়।

এবার আজীবন সম্মাননা পাচ্ছেন খলিল উল্লাহ খান, শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজকের পুরস্কার পাচ্ছেন ফরিদুর রেজা সাগর (উত্তরের সুর)।

এছাড়া শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ইমন সাহা (ঘেটুপুত্র কমলা), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা এটিএম শামসুজ্জামান (চোরাবালি), খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা শহীদুজ্জামান সেলিম (চোরাবালি), পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী লুসি তৃপ্তি গোমেজ (উত্তরের সুর), শ্রেষ্ঠ শিশুশিল্পী মামুন (ঘেটুপুত্র কমলা), শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার মেঘলা (উত্তরের সুর), শ্রেষ্ঠ কাহিনীকার শাহনেওয়াজ কাকলী (উত্তরের সুর), শ্রেষ্ঠ চিত্র নাট্যকার হুমায়ূন আহমেদ (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা রেদওয়ান রনি (চোরাবালি), শ্রেষ্ঠ গায়ক পলাশ (খোদার পরে মা, গানের কথা- মা তুমি আমার আগে যেওনা গো মরে), শ্রেষ্ঠ গায়িকা রুনা লায়লা (তুমি আসবে বলে, গানের কথা- যখন তাকে দেখেছি), শ্রেষ্ঠ গীতিকার মিল্টন খন্দকার (খোদার পরে মা গানের কথা- মা তুমি আমার আগে যেওনা গো মরে), শ্রেষ্ঠ সুরকার ইমন সাহা (পিতা, গানের কথা- আয়নারে ও আমার আধার রাতের আয়না), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক মাহফুজুর রহমান খান (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শব্দ গ্রাহক রিপন নাথ (চোরাবালি), শ্রেষ্ঠ সম্পাদক ছলিম উল্লাহ ছলি (ঘেটুপুত্র কমলা), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক কলমতর ও উত্তম গুহ (রাজা সূর্য খাঁ), শ্রেষ্ঠ মেকাপম্যান খলিলুর রহমান (ঘেটুপুত্র কমলা) ও শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা এসএম মাঈনুদ্দিন ফুয়াদ (ঘেটুপুত্র কমলা)।

(দ্য রিপোর্ট/আরএমএম/জেএম/এনআই/ফেব্রুয়ারি ০৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর