thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

‘নির্বাচন করতে চাইলে সহিংসতা পরিহার করুন’

২০১৩ নভেম্বর ০৪ ১৫:১৬:৩৯
‘নির্বাচন করতে চাইলে সহিংসতা পরিহার করুন’

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনাদের মূল লক্ষ্য যদি নির্বাচন করা হয় তবে সহিংসতা পরিহার করে আলোচনায় আসুন।’ কৃষিভবনের সামনে শ্রমিক লীগের সমাবেশে সোমবার তিনি এ কথা বলেন।

তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘দেশবাসী দেশে আর অশুভ শক্তিকে দেখতে চায় না। অশুভ শক্তি এবং অশুভ চক্রান্ত জনগণ আর মেনে নেবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী শেখ হাসিনার নেতৃত্বেই হবে। আমরা নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছি। আপনারাও নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিন।’

তিনি হরতালের প্রতি ধিক্কার জানিয়ে বলেন, মানুষ এই হরতাল মানে না। রাস্তায় গাড়ি চলছে, অফিস আদালতও খোলা। এর আগেও বেগম জিয়া আপনি ৬০ ঘন্টা হরতাল দিয়েছিলেন। কিন্তু ২০টি প্রাণ নেওয়া ছাড়া আর কিছুই করতে পারেন নি। এই ২০ টি জীবনের দায় আপনাকেই নিতে হবে।

তিনি খালেদা জিয়াকে প্রশ্ন করে বলেন, ‘বিরোধীদলীয় নেতাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন হরতাল প্রত্যাখানের আহ্বান জানালেন, আপনি তখন হরতাল প্রত্যাখ্যান না করার জন্য অজুহাত দেখালেন। বললেন হরতাল প্রত্যাখ্যান করার জন্য আপনাকে ১৮ দলের সঙ্গে বসতে হবে। কিন্তু একই সময় আবার আপনি বললেন আপনার সকল দাবি মেনে নিলে আপনি হরতাল প্রত্যাহার করবেন। তাহলে আপনার দাবি মেনে নিলে কেন হরতাল প্রত্যাহারের জন্য ১৮ দলের সঙ্গে বসতে হবে না। আপনি আপনার এই কথা থেকেই প্রমাণ করেছেন, আপনি সুষ্ঠু নির্বাচন চান না।

তিনি বলেন, বিডিআর বিদ্রোহের সময় বিদেশি দোসররা বাংলাদেশে এসে হামলা চালিয়েছে। আর খালেদা জিয়া তা বাস্তবায়ন করতে সাহায্য করেছেন। ১৫ আগস্টে আপনারা দেশকে জঙ্গীরাষ্ট্রে পরিণত করেছেন। গত সাড়ে ৩ বছরেও বিরোধী দল দেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার জন্য নানা অপকর্ম চালিয়েছেন। আর এগুলোই হচ্ছে আপনাদের সার্থকতা, দেশের সাধারণ মানুষ এখন এসব কথা জানে।

(দিরিপোর্ট২৪/ এমএম/এমএফ/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর