thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা ঊষার

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৮:১৬:০১
শেষ ম্যাচে ড্র করলেই শিরোপা ঊষার

দ্য রিপোর্ট প্রতিবদেক

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার ডিভিশন হকির সুপার লিগে টানা দুই ম্যাচ জিতে শিরোপার সুবাস পাচ্ছে ঊষা ক্রীড়াচক্র। শুক্রবার ঊষা ৪-০ গোলে হারিয়েছে সাধারণ বীমাকে। এ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ঊষা। অন্যদিকে পাকিস্তানের খেলোয়াড় আবদুল হাশিম খানের হ্যাটট্রিকে ১৩-১ গোলে অ্যাজক্স এসসিকে হারিয়ে ২১ পয়েন্ট নিয়ে তাদের পরেই রয়েছে আবাহনী লিমিটেড।

রবিবার সুপার লিগের শেষ ম্যাচে আবাহনীর বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যাবে ঊষার। আর হেরে গেলে হিসেব হবে গোল ব্যবধানের। এ সমীকরণে ঊষার থেকে এগিয়ে রয়েছে আবাহনী। সুপার লিগের অপর দুই দল শিরোপা রেস থেকে অনেক দূরে। ১০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সাধারণ বীমা এবং ৮ পেয়েন্ট নিয়ে সর্বশেষ দল অ্যাজাক্স।

মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে আবাহনী গুনে গুনে ১৩ বারো বল পাঠিয়েছে অ্যাজাক্সের জালে। আবাহনীর হয়ে পাকিস্তানী খেলোয়াড় আবদুল হাশিম খান হ্যাটট্রিকসহ ৩টি, তার স্বদেশী কাসিফ আলী ৩টি এবং পুস্কর ক্ষিসা মিমো ও রোম্মান সরকার ২টি করে গোল করেছেন। এছাড়া মুসা মিয়া, হাসান যুবায়ের নিলয় ও পাকিস্তানী আমির শাহজাদ একটি করে গোল করেছে। বিপরীতে অ্যাজাক্সের মোহাম্মদ রাহাত সারোয়ার একটি গোল পরিশোধ করেছেন। দিনের অপর ম্যাচে সাধারণ বীমার বিপক্ষে ঊষার হয়ে মামুনুর রহমান চয়ন ও কৃষ্ণা কুমার ২টি করে গোল করেছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর