thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

তুষার ইমরানের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে খুলনা

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৮:৪৮:২৩
তুষার ইমরানের সেঞ্চুরিতে শক্ত অবস্থানে খুলনা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে তুষার ইমরানের অনবদ্য সেঞ্চুরিতে শক্ত অবস্থানে রয়েছে খুলনা বিভাগ। আরিফুল হকের বলে নাঈম ইসলামকে ক্যাচ দিয়ে বিদায় নেওয়ার আগে তুষার ১২৯ রান করেছেন। তার সেঞ্চুরির পর জিয়াউর রহমানের ৫৪ ও নাজিমুদ্দিন রিপনের ৫৮ রানের সুবাদে ৪০৮ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়েছে খুলনা।

রংপুর বিভাগের বোলারদের মধ্যে আরিফুল হক সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাটিংয়ে নামা রংপুর দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৭ রান সংগ্রহ করেছে। ক্রিজে আছেন সায়মন আহমেদ (৭২) এবং তানভীর হায়দার (৩)। এছাড়া আহমেদুল কবীর ৫৯ রানের ইনিংস খেলেছেন। দিনশেষে ২৪১ রানে পিছিয়ে রংপুর, হাতে রয়েছে ৫ উইকেট।

এদিকে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ৩ নম্বর মাঠে টসে জেতা ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ৩১৫ রান সংগ্রহ করেছে। দলের পক্ষে মেহরাব হোসেন জুনিয়ার সবোর্চ্চ ৫৪ করেছেন। রংপুরের হয়ে নাবিল সামাদ ৪টি উইকেট নিয়েছেন। ঢাকা মেট্রোর দেওয়া রানের জবাবে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করে দিন পার করেছে সিলেট বিভাগ। এখনও সিলেট পিছিয়ে আছে ১৫২ রানে।

রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে হামিদুল ইসলামের ৮৩ রানের সুবাদে রাজশাহী তাদের প্রথম ইনিংসে ৩৩০ রান সংগ্রহ করেছে। জবাবে বরিশাল বিভাগ ২৩১ রানেই তাদের সবকটি উইকেট হারিয়েছে। ৯৯ রান এগিয়ে থেকে দ্বিতীয় দিন শেষে রাজশাহীর দ্বিতীয় ইনিংসে কোন উইকেট না হারিয়ে সংগ্রহ করেছে ২১ রান। শনিবার ১২০ রানে এগিয়ে থেকে তৃতীয় দিন শুরু করবে রাজশাহী। মূলত রাজশাহী বিভাগের মুক্তার আলী ও দেলোয়ার হোসেনের বোলিং তোপে পড়ে ধস নামে বরিশালের ইনিংসের। মুক্তার ৪টি এবং দেলোয়ার ৩টি উইকেট নিয়েছেন।

রংপুর ক্রিকেট গার্ডেন মাঠে টসে জেতা ঢাকা তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ৩৭৯ রান করেছে। দলের পক্ষে সর্বোচ্চ রান এসছে শুভাগত হোমের ব্যাট থেকে। তিনি ১০৮ রান করেছেন। জবাবে ব্যাটিংয়ে নেমে ফলোঅনে পড়ে চট্টগ্রাম প্রথম ইনিংসে তাদের স্কোর হয়েছে ১২৪। নাজমুল অপুর বোলিংয়ে ২৫৫ রানে পিছিয়ে থেকেই দ্বিতীয় ইনিংস শুরু করেছে চট্টগ্রাম। নাজমুল অপু ৪টি উইকেট নিয়েছেন। দ্বিতীয় দিন শেষে চট্টগ্রাম তাদের দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং বিপর্যয়ে পড়েছে। তারা ২ উইকেট হারিয়ে ৩০ রান সংগ্রহ করেছে। ঢাকার দেওয়া টার্গেটের বিপক্ষে এখনও পিছিয়ে ২২৫ রানে। ঢাকার দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে একটি করে উইকেট নিয়েছেন নাজমুল অপু ও শরিফ।

(দ্য রিপোর্ট/আরআই/ওআইসি/এনআই/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর