thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

টেস্টেও হারের শঙ্কা ভারতের!

২০১৪ ফেব্রুয়ারি ০৭ ১৯:০৪:০৫
টেস্টেও হারের শঙ্কা ভারতের!

দ্য রিপোর্ট ডেস্ক : ভারত যেভাবে বোলিং শুরু করেছে; তার চেয়ে বারুদে বোলিং তোপের মুখে পড়েছে তারা। প্রথম ওভারেই নেই ধাওয়ান-পুজারা। আর ১০ রানের মাথায় বিরাটও সাজঘরে। ঠিক যেভাবে ইটের জবাবে পাথর; নিউজিল্যান্ড করে দেখিয়েছে তাই। ভারত তাদের বোলিং সেশনে দারুণ সূচনা করেছিল ৩০/৩। আর নিউজিল্যান্ড তা করে দেখিয়েছে ১০/৩। নিউজিল্যান্ডের ৫০৩ রানের জবাবে দ্বিতীয় দিন শেষে ভারতের ১৩০/৪। অর্থাৎ তারা এখনও পিছিয়ে ৩৭৩ রানে। দিন-হীন ব্যাটিংই ভারতের টেস্টে হারের শঙ্কায় ফেলেছে।

প্রথম দিন ভারতের শুরু বেজায় ধাক্কার পরে পথে বিস্তর কাঁটা বিছিয়ে দেয়া ম্যাককুলাম শেষ করেছেন ডাবলে। সঙ্গে পেয়েছেনে এক সেঞ্চুরিয়ান উইলিয়ামসন আর দায়িত্বশীল ব্যাটার অ্যান্ডারসনকে। তাতেই ব্যাকফুটে ভারত৷ বিশেষ করে নিউজিল্যান্ড চতুর্থ উইকেটে মাত্র ৫১ ওভারে উইলিয়ামসন-ম্যাককুলাম ২২১ রান যোগ করে যে বিপদসঙ্কেত দিয়েছেন, মোট ৫০৩ রানের পুঁজি পেয়ে শুক্রবার বোলাররা তাতে মৃত্যুকূপের খাদ খুড়েছেন।

সফরে টানা ৬টি টস জয়৷ কিন্তু ফল বিপক্ষে। ৫টি ওয়ান ডে-র পর প্রথম টেস্টেও তা ছিল পক্ষেই। কিন্তু চিত্রনাট্যটা যেন কিছুতেই বদলাচ্ছে না। ওয়ান ডে সিরিজে বিধ্বস্ত হওয়ার পর অকল্যান্ড টেস্টেও সেই পথেই এগোচ্ছে ভারত। ব্রেন্ডন ম্যাককুলাম, উইলিয়ামসনের চওড়া ব্যাটের সৌজন্যে বড় বিপদেই ভারত। ৫০৩ রানের জবাবে ব্যাটিং প্রায় নিয়মিত হয়ে যাওয়া ভারতীয় টপ অর্ডার আবারও ব্যর্থ। ৩০ রানে ৩ উইকেট খোয়ানো অচেনা নিউজিল্যান্ডনে চিনতে আর সময় লাগেনি। পরের সব গল্পই স্বাগতিকদের। আর ভারতীয় বোলারদের নখ-দন্তহীন হুমকি-ধামকি। অবশ্য ইশান্ত শর্মাকে একটু সফল মনে হয়েছে। তিনিই নিয়েছেন ৬ উইকেট। বাকিদের মধ্যে জহিরের ২; এই যা!

ম্যাককুলাম দলের শেষ ব্যাটসম্যান হিসাবে আউট হওয়ার আগে ২২৪ রান করেছেন। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। সেঞ্চুরির দীর্ঘপথে তিনি ২৯টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি মেরেছেন। ৫০৩ রানে শেষ হয়েছে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস।

স্কোরবোর্ডে ১০ রান উঠতে না উঠতেই ৩ উইকেট পড়েছে ভারতের। যথারীতি ব্যর্থ ধাওয়ান। ব্যর্থ হয়েছেন পূজারা-কোহলিও। দলের ৫১ রানের মাথায় আউট হয়েছেন ওপেনার বিজয়ও। এর পর কিছুটা উইকেটে পড়ে থাকার চেষ্টা করেছেন রোহিত শর্মা ও আজিঙ্ক রাহানে। পঞ্চম উইকেটে আপাতত ৭৯ রানের পার্টনারশিপ করেছেন তারা। এ দিন খারাপ আলোর জন্য ১৭ ওভার আগেই শেষ হয়েছে খেলা।

নিউজিল্যান্ড : প্রথম ইনিংস ৫০৩ (ম্যাককুলাম ২২৪, উইলিয়ামসন ১১৩, অ্যান্ডারসন ৭৭; ইশান্ত শর্মা ৬/১৩৪)।

ভারত : ১৩০/৪; ৩৯ ওভার (রোহিত ৭৬*, রাহানে ২৩*, মুরালি ২৬; বোল্ট ২/২০)।

(দ্য রিপোর্ট/এএস/ওআইসি/আরকে/ফেব্রুয়ারি ৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর