thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

সরকার হার্ডলাইনে যাবে : কামরুল

২০১৩ নভেম্বর ০৪ ১৬:১৩:৪৫
সরকার হার্ডলাইনে যাবে : কামরুল

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, বিরোধী দলের আচরণ দেখে মনে হচ্ছে তারা সংলাপ নয়, অরাজকতার পথেই হাঁটবে। তারা যদি অরাজকতার পথকে বেছে নেয় তাহলে সরকার হার্ডলাইনে যেতে বাধ্য হবে। তাদেরকে আর কোনো ছাড় দেয়া হবে না।

সোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী অবস্থান করার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

কামরুল ইসলাম বলেন, ‘যদি সংলাপ করতে হয় তবে অরাজকতা বন্ধ করতে হবে। নৈরাজ্য, সন্ত্রাস আর সংলাপ একসঙ্গে হতে পারে না। বিএনপি যদি সংলাপের পথ পরিহার করে সংঘাতের পথকে বেছে নেয় তবে এবার তাদের কঠোর হস্তে দমন করা হবে। কোনো ধরনের ছাড় দেয়া হবে না।

এ সময় আরো উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো: সেলিম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ।

এর আগে আওয়ামী লীগের হরতাল বিরোধী এই মহড়ায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, ‘বিরোধী দলের হরতাল জনগণ প্রত্যাখ্যান করেছে, তাদের সঙ্গে জনগণ নেই। তারা জনবিচ্ছিন্ন হয়ে সংঘাতের পথ বেছে নিয়েছে।

১৮ দলীয় জোটের ডাকা টানা তিনদিনের হরতালের প্রথম দিনে এই মহড়া দেয় ঢাকা মহানগর আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগসহ অন্যান্য সংগঠনগুলো।

(দিরিপোর্ট২৪/এমসি/এমডি/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর