thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় লস্কর-ই-জাংভি প্রধান

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১০:২০:৪৭
মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকায় লস্কর-ই-জাংভি প্রধান

দ্য রিপোর্ট ডেস্ক : পাকিস্তানের লস্কর-ই-জাংভি সংগঠনের প্রধান মালিক ইহসাককে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, নির্বাহী আদেশ (ই.ও.) ১৩২২৪ এর আওতায় তাকে বিশ্বের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসীর তালিকাভুক্ত করা হয়েছে।

একই সঙ্গে লস্কর-ই-জাংভিকেও আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের তালিকাভুক্ত করেছে যুক্তরাষ্ট্র।

ওই বিবৃতিতে বলা হয়েছে, ইহসাক বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে। এ সব হামলায় শতাধিক বেসামরিক নাগরিক বিশেষ করে শিয়া মুসলিম নিহত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের এই ঘোষণার পর থেকে মার্কিন নাগরিক ও প্রতিষ্ঠানগুলো লস্কর-ই-জাংভির প্রধানের সঙ্গে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। মার্কিন কর্তৃপক্ষ এখন যুক্তরাষ্ট্রে থাকা ইহসাকের সব অর্থ ও সম্পদ বাজেয়াপ্ত করতে পারবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে। (সূত্র : দ্য ডন)

(দ্য রিপোর্ট/কেএন/এমডি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর