thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

‘এসএসসি পরীক্ষা রবিবার, পরীক্ষার্থী ১৪ লাখ’

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১২:৫২:১১
‘এসএসসি পরীক্ষা রবিবার, পরীক্ষার্থী ১৪ লাখ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সারাদেশে সৃজনশীল প্রশ্নপত্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে রবিবার। সচিবালয়ে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ এক সংবাদ সম্মেলনে শনিবার দুপুর পৌনে ১টার দিকে এ কথা বলেন।

তিনি বলেন, এবারের মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নিতে যাচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা হল সাত লাখ ৩৩ হাজার ২০২ ও ছাত্রী ছয় লাখ ৯৯ হাজার ৫২৫ জন।

এসএসসিতে অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা হল ১০ লাখ ৯০ হাজার ৫৫৫ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা হল পাঁচ লাখ ৩৬ হাজার ২১৭ জন ও ছাত্রীর সংখ্যা পাঁচ লাখ ৫৪ হাজার ৩৩৮ জন।

দাখিল পরীক্ষায় মোট অংশগ্রহণ করতে যাওয়া মোট শিক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৩৯ হাজার ৭৪৯ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা হল এক লাখ ২১ হাজার ৬০১ জন ও ছাত্রীর সংখ্যা এক লাখ ১৮ হাজার ১৪৮ জন।

এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিতে যাওয়া মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ দুই হাজার ৪২৩ জন। এর মধ্যে ছাত্রের সংখ্যা হল ৭৫ হাজার তিনশত ৮৪ জন ও ছাত্রীর সংখ্যা ২৭ হাজার ৩৯ জন।

এবার বিদেশের ৭টি কেন্দ্র থেকে মোট ২৯৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিবে।

তিনি আরও বলেন, ২০১৩ সালের তুলনায় ২০১৪ সালে পরীক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এক লাখ ২৯ হাজার ৫৫৪ জন।

এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসেরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/বিএইচ/ইইউ/এমডি/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর