thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

পানশালায় রাইডার-ব্রেসওয়েল!

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ১৩:০২:৩৬
পানশালায় রাইডার-ব্রেসওয়েল!

দ্য রিপোর্ট ডেস্ক : সমালোচনা জেসি রাইডারের পিছু ছাড়ে না। আর নিউজিল্যান্ডের ড্যাসিং এই ওপেনার আবারও সমালোচিত হওয়ার মতো কাণ্ড উপহার দিয়ে সংবাদমাধ্যমের শিরোমনি হয়ে উঠেছেন। তবে এবার রাইডারের সঙ্গে যোগ হয়েছেন ডুগ ব্রেসওয়েলও। এই দুইজনই টেস্ট দলের সদস্য। দুই অন্যতম সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে,পানশালায় তারা সময় কাটিয়েছেন।

অন্য সময় হলে ব্যাপার ছিল না। অকল্যান্ডে ভারতের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে নামার মাত্র ১ ঘণ্টা আগেও তারা পানশালায় ছিলেন! নিউজিল্যান্ড ক্রিকেট ঘটনাটি খতিয়ে দেখছে। দলের ম্যানেজার মাইক স্যান্ডল এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিচলিত হয়ে পড়েছেন। সেই সঙ্গে হতাশাও ব্যক্ত করেছেন।

তিনি বলেছেন, ‘ম্যাচের আগের রাতে তাদের এমন আচরণ পুরোপুরি অপ্রত্যাশিত।’ তবে রাইডার ও ব্রেসওয়েল নিউজিল্যান্ডের মূল একাদশে ছিলেন না। তাই একটু স্বস্তি থাকতে পারে। কিন্তু নিউজিল্যান্ড ক্রিকেট বিষয়টি তদন্ত করে সিদ্ধান্ত জানাবে।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/শাহ/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর