thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

আন্তর্জাতিক সাউনা প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগীর মৃত্যু

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ২০:৫৩:৪২
আন্তর্জাতিক সাউনা প্রতিযোগিতায় চূড়ান্ত প্রতিযোগীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : ফিনল্যান্ডে একজন প্রতিযোগীর মৃত্যুর মধ্য দিয়ে শেষ হল আন্তর্জাতিক সাউনা চ্যাম্পিয়নশিপের বার্ষিক প্রতিযোগিতা।

রাশিয়ার ভ্লাদিমির ল্যাডিঝেনস্কি ও তার শেষ প্রতিদ্বন্দ্বী টিমো কাউকোনেন প্রতিযোগিতায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে মারা যান ল্যাডিঝেনস্কি।

১১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রতিযোগীরা সর্বোচ্চ কতক্ষণ সহ্য করতে পারে তাই ছিল দেখবার বিষয়। ল্যাডিঝেনস্কি ছয় মিনিট সহ্য করতে পেরেছিলেন এই উচ্চ তাপমাত্রা। এর পরই বিচারক বোঝতে পারেন কিছু একটা সমস্যা হয়েছে।

প্রতিযোগিতায় সব নিয়মই অনুসরণ করা হয়েছিল বলে জানান বিশ্ব সাউনা চ্যাম্পিয়নশিপের প্রধান আয়োজক ওয়াসি আরভেলা। আর ১১০ ডিগ্রি সাউনার জন্য অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন তিনি। আগের প্রতিযোগিতাগুলোতে অনেক প্রতিযোগী এর চেয়েও বেশি তাপমাত্রা সহ্য করেছিল বলেও জানান আরভেলা।

বার্তা সংস্থা এপিকে আরভেলা জানান, ফিনল্যান্ডের বাইরের অধিবাসীরা সাউনার সঙ্গে ঠিকমত পরিচিত নয়। ল্যাডিঝেনস্কির মৃত্যুর কারণ উদ্ধারে পুলিশ এর মধ্যেই তদন্ত শুরু করেছে।

১৯৯৯ সাল থেকে এই প্রতিযোগিতা হয়ে আসছে। প্রায় ১৫টি দেশের ১৩০ জনের মত প্রতিযোগী অংশ নিত। এই দুর্ঘটনার কারণে আর কখনোই এ প্রতিযোগিতার আয়োজন করা হবে না বলে জানিয়েছেন আয়োজকরা।

সাউনা শব্দের অর্থ হল উত্তাপসহ্যকারী। এটা ফিনল্যান্ডের সংস্কৃতির একটা অংশ। ফিনল্যান্ডের অধিকাংশ পরিবারেরই একজন করে সদস্য সাউনা থাকে। সাউনায় প্রতি ৩০ সেকেন্ডে স্টোভে অর্ধেক লিটার করে পানি যোগ করা হয়। আর বাড়ানো হয় তাপমাত্রা। সেই জয়ী হয় যে স্টিম বাথে শেষ পর্যন্ত টিকে থাকে। সূত্র: বিবিসি।

(দ্য রিপোর্ট/আরজে/জেএম/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর