thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড ম্যাকডোনাল্ড’স

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ২০:৫৭:১৬
ভিয়েতনামে যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড ম্যাকডোনাল্ড’স

দ্য রিপোর্ট ডেস্ক : ভিয়েতনাম যুদ্ধ শেষ হওয়ার চার দশক পর যুক্তরাষ্ট্রের ফাস্ট ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ড’স শনিবার দেশটিতে এর প্রথম রেস্টুরেন্ট খুলেছে। ভিয়েতনামের উঠতি সম্পদশালী মধ্যবিত্তকে ভাত ও নুডলস ছেড়ে ফাস্ট ফুডের দিকে নিয়ে আসাই তাদের লক্ষ্য।

দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী নগুয়েন তান দুং-এর এক মেয়ে জামাই’র সঙ্গে পার্টনারশিপের সূত্র ধরেই যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী অর্থনীতির সবচেয়ে বড় প্রতীক ম্যাকডোনাল্ড’স দক্ষিণ হো চি মিন সিটিতে এসে পৌঁছায়।

এর আগে যুক্তরাষ্ট্রের বার্গার কিং কেএফসি ও কফি জায়ান্ট স্টার বাকসও দেশটিতে ব্যবসা শুরু করেছে। তাদের পদাঙ্ক অনুসরণ করেই এখন ম্যাকডোনাল্ড’সও এসে হাজির হয়েছে।

৯ কোটি জনসংখ্যার দেশ ভিয়েতনামের মাথাপিছু আয় এখন দেড় হাজার মার্কিন ডলার। ফলে মার্কিন কর্পোরেশনগুলোর জন্য তা এখন বিনিয়োগের এক বড়ই আকর্ষণীয় বাজার।

সমালোচকদের মতে, ১৯৯০-এর দশকে সংস্কারের পর থেকে ভিয়েতনামের যে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি লক্ষ্য করা যায় এর ফলে সমাজের বেড়ে চলা বৈষম্য ও অদক্ষতা ঢাকা পড়ে যায়, যেখানে অর্থনীতি এখনো প্রধানত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণেই পরিচালিত হয়।

তবে শনিবার ম্যাকডোনাল্ড’স-এর দোকানে ক্রেতাদের হুড়োহুড়ি দেখে দেশটির নব্য মধ্যবিত্তের অর্থনৈতিক ঐশ্বর্যই টের পাওয়া গেছে। হো চি মিন সিটির ডিয়েন বিয়েন ফু সড়কে যাত্রা শুরু করা ম্যাকডোনাল্ড’স-এর দোকানটিতে শনিবার শত শত লোকের এক লম্বা লাইন দেখা গেছে। সূত্র : এনডিটিভি।

(দ্য রিপোর্ট/এমএটি/জেএম/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর