thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

এখনও বিরোধী দল বিএনপি!

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ২১:৩৭:৪৪
এখনও বিরোধী দল বিএনপি!

দশম জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি হলেও সরকারের মনন-মগজেও ভাবনায় এখনও বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি! সরকারের নীতি-নির্ধারক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিনিয়ত তাদের বক্তৃতা ও কথাবার্তায় বিএনপিকেই প্রধান প্রতিপক্ষ মনে করছে।

দশম জাতীয় সংসদের প্রধান বিরোধীদল জাতীয় পার্টির মতে, বিএনপি বড় দল। তারা দশম সংসদ নির্বাচনে অংশ নেয়নি। তাই হয়ত তাদের নিয়ে এত আলোচনা। তবে জাপার সংসদ সদস্যরা সংসদে সরকারের ভালো কাজের সমর্থন ও মন্দ কাজের সমালোচনা করবে।

জামায়াতে ইসলামীর ডাকা সর্বশেষ বৃহস্পতিবারের সকাল-সন্ধ্যা হরতালে আওয়ামী লীগের ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া হরতালবিরোধী মিছিলপূর্ব সমাবেশে বলেন, বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া জামায়াতের হরতালে নীরব থেকে প্রমাণ করেছেন তিনিই দশ ট্রাক অস্ত্র চালানের সঙ্গে জড়িত।

একই সভায় মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও বলেন, খালেদা জিয়া জঙ্গিবাদের জননী। তিনিই জামায়াতের মাতা।

এ ছাড়া বুধবার কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, বিরোধীদলের নেতা খালেদা লেডি লাদেন। তারেক জুনিয়র লাদেন।

এ ছাড়া সংসদ অধিবেশনে ও আওয়ামী লীগের সংসদ সদস্যরা বিএনপিকে বার বার বিরোধীদল ও খালেদা জিয়াকে বিরোধীদলীয় নেত্রী হিসেবে আখ্যায়িত করছেন। অনেকে আবার খালেদা জিয়াকে রাজপথের বিরোধীদল হিসেবেও চিহ্নিত করছেন। জাতীয় পার্টিকে নিয়ে সরকার ও আওয়ামী লীগের নেতাদের কোনো মন্তব্য এখন পর্যন্ত শোনা যায়নি।

আওয়ামী লীগের সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ সংসদে বলেন, দশ ট্রাক অস্ত্র মামলায় বিরোধীদলীয় নেত্রী কোনো কথা বলছেন না।

জাতীয় সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি হলেও বিএনপিকে নিয়ে সরকার এখনও চিন্তিত কিনা জানতে চাইলে আওয়ামী প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ দ্য রিপোর্টকে বলেন, ‘এটাতো রাখঢাক করার কিছু না। বিএনপি একটি বৃহৎ দল, তারাই তো আমাদের প্রতিপক্ষ।’

তিনি বলেন, ‘জাপা যেহেতু সরকার ও সংসদে বিরোধীদলের চেয়ারে আছে তাই তারা আমাদের চিন্তার বিষয় নয়। আমাদের এখনও প্রতিপক্ষ বিএনপি। এটা সত্য।’

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি দ্য রিপোর্টকে বলেন, ‘আমরা আসলে বিরোধিতা করার জন্য বিরোধিতা করিনা। আমরা সরকারের ভালো কাজে সমর্থন দিব আবার মন্দ কাজের সমালোচনা করব।’

তিনি বলেন, ‘আবার অন্যান্য বিরোধী দলের মত অতীতে কখনও ওয়াকআউট বা সংসদ বর্জন করি নাই, ভবিষ্যতেও করব না। আমরা শান্তিপূর্ণভাবে গঠনমূলক সমালোচনায় বিশ্বাসী। এটা আমাদের ব্যর্থতা না।’

(দ্যরিপোর্ট/সাআ/এইচএসএম/সা/ফেব্রুয়ারি ০৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ সংবাদ এর সর্বশেষ খবর

বিশেষ সংবাদ - এর সব খবর