thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জয়ে ফিরেছে মোহামেডান

২০১৪ ফেব্রুয়ারি ০৮ ২২:০৬:০৩
জয়ে ফিরেছে মোহামেডান

দ্য রিপোর্ট প্রতিবেদক : নিটল টাটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। শনিবার সাদা-কালো শিবির ৩-১ গোলে হারিয়েছে ফেনী সকার ক্লাবকে। আগের ম্যাচেই ব্রাদার্সের সঙ্গে ড্র করেছিল মোহামেডান। নিজেদের ৯ ম্যাচে ৫টিতেই ড্র করেছে মতিঝিল পাড়ার ক্লাবটি। জিতেছে ৩টিতে এবং হেরেছে এক ম্যাচে। ১৪ পয়েন্ট লিগ টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়। অন্যদিকে ৯ ম্যাচ খেলে ৪ ড্র ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তলানী থেকে দ্বিতীয় স্থানে রয়েছে ফেনী সকার ক্লাব।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি পেয়েছিল মোহামেডান। মিডফিল্ডার জাহিদ হোসেন ফেনীর ছোট বক্সে ঢুকে পড়লে তাকে অবৈধভাবে বাধা দিয়েছেন ফেনী সকারের মিডফিল্ডার মওদুদ আহমেদ। রেফারি মিজানুর রহমান পেনাল্টির নির্দেশ দিলে মোহামেডানের অধিনায়ক জাহিদ হাসান এমিলি গোল করে দলকে এগিয়ে নেন (১-০)। চলতি লিগে এটি তার পঞ্চম গোল। ২৪ মিনিটে বামপ্রান্ত থেকে জাহিদ ক্রসে ছোট বক্সে বল পেয়েছিলেন মোহামেডানের মিসরীয় ফরোয়ার্ড মোস্তফা সিদ্দিক। পরে আলতো টোকায় বল জালে পাঠিয়ে ব্যবধান দ্বিগুণ করেছেন তিনি। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় রুই ক্যাপেলা বাতিস্তার শিষ্যরা।

৪৮ মিনিটে ডানপ্রান্ত থেকে ডিফেন্ডার অরুপের ক্রস থেকে বক্সে বল পেয়েছিলেন সাদা-কালো শিবিরের ফরোয়ার্ড ওয়াহেদ আহমেদ। পরে বা পায়ের দর্শনীয় শটে গোল করে ব্যবধান অনেক বাড়িয়ে দিয়েছেন তিনি (৩-০)। ৬৫ মিনিটে ফেনী সকার ক্লাবের মিডফিল্ডার আজমল হোসেন বিদ্যুতের কাছ থেকে বল পেয়ে বদলি খেলোয়াড় মতিউর রহমান ব্যবধান কিছুটা কমিয়েছেন (১-৩)। এর পর আর কোনো দলই গোলের দেখা না পেলেও জয় নিয়ে মাঠ ছেড়েছে মোহামেডান।

(দ্য রিপোর্ট/ওআইসি/সা/এএল/ফেব্রুয়ারি ৮, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর