thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

টোয়েন্টি২০ দলের অধিনায়ক মাশরাফি

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৩:০৪:০০
টোয়েন্টি২০ দলের অধিনায়ক মাশরাফি

দ্য রিপোর্ট প্রতিবেদক, চট্টগ্রাম থেকে : ইনজুরির জন্য নিয়মিত অধিনায়ক মুশফিকুর রহিমকে শ্রীলঙ্কার বিপক্ষে ২ ম্যাচের টোয়েন্টি২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। তার পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন মাশরাফি বিন মর্তুজা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টোয়েন্টি২০ সিরিজের জন্য দলের অধিনায়ক হিসেবে মাশরাফির নাম ঘোষণা করেছে। তার ডেপুটি হিসেবে রয়েছেন আগে থেকেই সহ-অধিনায়কের দায়িত্বে থাকা তামিম ইকবাল।

চট্টগ্রাম জহুর আহম্মেদ চৌধুরী স্টেডিয়ামে ২ ম্যাচ টোয়েন্টি২০ সিরিজের প্রথমটি হবে ১২ ফেব্রুয়ারি।

এ ছাড়া সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি হবে একই ভেন্যুতে ১৪ ফেব্রুয়ারি। ম্যাচগুলো হবে দিবা-রাত্রির।

টোয়েন্টি২০ দল : মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল (সহ-অধিনায়ক), আনামুল হক, শামসুর রহমান শুভ, মো. মিথুন আলী, মমিনুল হক, সাকিব আল হাসান, নাসির হোসেন, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, সোহাগ গাজী, আরাফাত সানি, ফরহাদ রেজা, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর