thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবে যুব দল

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৩:০৭:৪৬
সোমবার প্রথম প্রস্তুতি ম্যাচে খেলবে যুব দল

দ্য রিপোর্ট প্রতিবেদক : যুব বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে যুব দলের বিশ্বকাপ মিশন। প্রতিযোগিতায় অংশ নিতে রবিবার ঢাকা ছাড়বে যুব দল।

মূল পর্বে খেলার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজরা। প্রস্তুতি ম্যাচে প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি ও ইংল্যান্ড। ১০ ফেব্রুয়ারি দ্য সেভেনস-১ এ পাপুয়া নিউগিনির বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১২ ফেব্রুয়ারি জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে তারা।

‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ প্রতিযোগিতার ৩ বারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, আফগানিস্তান ও নামিবিয়া। প্রতিটি গ্রুপ থেকে ২টি করে দল উঠবে সুপার লিগে।

বাংলাদেশ যুব দল : মেহেদি হাসান (অধিনায়ক), আবু হায়দার, জয়রাজ শেখ, জুবায়ের হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন, নুর আলম, সাদমান ইসলাম, জাকির হাসান, মোসাদ্দেক হোসেন, নিহাদ-উজ-জামান, রাহাতুল ফেরদৌস, সাঈদ সরকার ও ইয়াসির আলী চৌধুরী।

(দ্য রিপোর্ট/আরআই/সিজি/শাহ/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর