thereport24.com
ঢাকা, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১,  ২৩ জমাদিউস সানি 1446

বিএনপি-জামায়াত ‘অশুভ জোট’ : নাসিম

২০১৩ নভেম্বর ০৪ ১৮:২০:৫২
বিএনপি-জামায়াত ‘অশুভ জোট’ : নাসিম

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপি-জামায়াতকে ‘অশুভ জোট’ উল্লেখ করে আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘তারা দেশে অপ্রয়োজনীয় হরতাল ডেকেছে। প্রধানমন্ত্রীর বার বার আহবান সত্ত্বেও কোমলমতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ অন্ধকারে নিক্ষিপ্ত করছে। ১৪ দলের পক্ষ থেকে এ গণবিরোধী হরতালের তীব্র নিন্দা জানাই।’

আওয়ামী লীগের ধানমণ্ডি কার্যালয়ে সোমবার হরতাল বিষয়ক ১৪ দলের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মুখপাত্র ও আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম এ মন্তব্য করেন।

৩ নভেম্বর একটি ‘বিশেষ দিন’ উল্লেখ করে মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘এ দিনে দেশের তরুণ-দামাল ছেলেরা নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করে বিশ্বদরবারে দেশের মাথা উঁচু করেছে অন্যদিকে স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে লিপ্ত দুই অপরাধীর সর্বোচ্চ সাজা হয়েছে।’ তিনি ১৪ দলের পক্ষ থেকে ট্রাইব্যুনালসংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বিচারকাজ পরিচালনার জন্য বিশেষ ধন্যবাদ জানায় ১৪ দল।

কমিউনিস্ট কেন্দ্রের ওয়াজেদুল ইসলাম খানের সভাপত্বিতে বৈঠকে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাসিম, খালেদ মাহমুদ চৌধুরী, শরীফ নুরুল আম্বিয়া, আবদুস সালাম, মোহাম্মদ খালেদ, আবদুর রশিদ সরকার, ডা. শহিদুল্লাহ সিকদার, আনিসুর রহমান মল্লিক প্রমুখ।

বৈঠকে ৬ নভেম্বর পেশাজীবী সংগঠনের সঙ্গে ধানমণ্ডি কার্যালয়ে মত বিনিময় সভা, ৯ নভেম্বর পাবনার সাথিয়া উপজেলায় সংখ্যালঘুদের উপর হামলার প্রতিবাদে ১৪ দলের পক্ষে একটি টিম ঘটনাস্থল পরিদর্শন ও প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়।

(দিরিপোর্ট২৪/এমএইচ/এমএআর/নভেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর