thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

হিগুয়েনের জোড়া গোলে জয়ী নাপোলি

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৫:৩৭:২৬
হিগুয়েনের জোড়া গোলে জয়ী নাপোলি

দ্য রিপোর্ট ডেস্ক : সিরি ‘আ’ তে টানা ৩ ম্যাচ জয় বঞ্চিত থাকার পর অবশেষে জিতেছে নাপোলি। আর্জেন্টাইন ফরোয়ার্ড গঞ্জালো হিগুয়েনের জোড়া গোলে তারা ৩-১ গোলে হারিয়েছে এসি মিলানকে।

সান পাওলোতে হিগুয়েন ছাড়া আরেকটি গোল করেছেন গোকহান ইনলার। মজার ব্যাপার হচ্ছে, এসি মিলান ৭ মিনিটে তারাবতের গোলে এগিয়েছিল। পরে তারা ৩ গোল হজম করেছে।

মিলানের তারকা মারিও বালোতেল্লিকে খেলার ৭৩ মিনিটে মাঠ থেকে উঠিয়ে নেওয়া হয়েছিল। দারুণ কষ্ট পেয়েছেন এই ফরোয়ার্ড; তাই বেঞ্চে মাথা নিচু করে কেঁদেছেন। এ জয়ে নাপোলি সিরি ‘আ’র পয়েন্ট টেবিলের তৃতীয়স্থানে অবস্থান করছে।

এদিকে ফিওরেন্তিনা ২-০ গোলে জিতেছে আতলান্তার বিপক্ষে। বর্তমানে পয়েন্ট টেবিলের দলটির অবস্থান ৪ নাম্বারে।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর