thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

বায়ার্নের জয়রথ ছুটছে

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৫:৪২:২৮
বায়ার্নের জয়রথ ছুটছে

দ্য রিপোর্ট ডেস্ক : তৃতীয়স্থানে থাকা বরুশিয়া ডর্টমুন্ড স্বাগতিক ওয়েরডার ব্রেমেনের বিপক্ষে ৫-১ গোলে জয় তুলে নিয়ে সন্তুষ্ট থাকতে পারে। কিন্তু জার্মানির লিগ বুন্দেসলিগায় বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ হতাশ করেনি। জয়রথ ছুটছে পেপ গার্দিওলা বাহিনীর।

স্বাগতিক নুরেমবুর্গকে তারা ২-০ গোলে হারিয়েছে। বুন্দেসলিগায় টানা (রেকর্ড) ৪৫ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। চলতি মৌসুমে দ্বিতীয়স্থানে থাকা বায়ার লেভারকুসেন থেকে ১৩ পয়েন্ট বেশি নিয়ে এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।

বায়ার্নের জয়ের নায়ক মারিও মানজুকিচ ও ফিলিপ লাম। অন্যদিকে ডর্টমুন্ডকে বড় জয় এনে দিতে সহায়তা করেছেন রবার্ট লেভানডফস্কি (২ গোল), হেনরিক মেখতারিয়ান (২ গোল) ও ম্যানুয়েল ফ্রেডরিচ (এক গোল)।

উল্লেখ্য, সর্বশেষ ২০১২ সালের অক্টোবরে হেরেছিল বায়ার্ন। বাইরের মাঠে গত মৌসুমের ট্রেবল জয়ী দলটি ২৯ ম্যাচে অপরাজিত।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/সা/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর