thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৬৭৭৮, বহিষ্কার ৯

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ১৮:০৭:১৫
এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ৬৭৭৮, বহিষ্কার ৯

দ্য রিপোর্ট প্রতিবেদক : এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন রবিবারে সারাদেশে পরীক্ষা কেন্দ্রগুলোতে অনুপস্থিত ছিল ৬ হাজার ৭৭৮ পরিক্ষার্থী এবং বহিষ্কার করা হয়েছে ৯ জনকে। ৭টি সাধারণ শিক্ষা বোর্ড, একটি মাদরাসা ও একটি কারিগরি বোর্ডে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তাসলিমা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রবিবার বিকেলে এ তথ্য জানানো হয়।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের ৮৭৬, কুমিল্লা বোর্ডের ৬০২, যশোর বোর্ডের ৪৪২, রাজশাহী বোর্ডের ৩৩৭, চট্টগ্রাম বোর্ডের ৩১৮, সিলেট বোর্ডের ১৯৭, বরিশাল বোর্ডের ২১২, দিনাজপুর বোর্ডের ৩৪২, মাদ্রাসা বোর্ডের দুই হাজার ৪০০ এবং কারিগরি শিক্ষাবোর্ডের এক হাজার ৫২ জন।

বহিষ্কৃত পরীক্ষার্থীদের মধ্যে যশোর শিক্ষা বোর্ডে এক, মাদ্রাসা বোর্ডে দুই ও কারিগরি বোর্ডের ছয়জন।

প্রসঙ্গত, সারাদেশে রবিবার সকাল ১০টায় ১০টি শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। সৃজনশীল প্রশ্নপত্রে বাংলা (আবশ্যিক) প্রথম পত্রের মধ্য দিয়ে পরীক্ষা শুরু হয়। এবার মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় মোট ১৪ লাখ ৩২ হাজার ৪২৭ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭ লাখ ৩৩ হাজার ২০২ ও ছাত্রী ৬ লাখ ৯৯ হাজার ৫২৫ জন।

(দ্য রিপোর্ট/এসআর/এসকে/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর