thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

হামলাকারীদের শাস্তির দাবিতে জাবিতে মানববন্ধন

০০০০ 00 ০০ ০০:০০:০০
হামলাকারীদের শাস্তির দাবিতে জাবিতে মানববন্ধন

জাবি সংবাদদাতা : শিক্ষা সফরের সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে রবিবার বেলা ১১টায় মানববন্ধনের আয়োজন করা হয়।

এদিকে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলী আকন্দ মামুন বলেন, ‘বঙ্গবন্ধুর নামে নির্মিত পার্কটি সন্ত্রাসীদের হাতে জিম্মি থাকতে পারে না। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি কাম্য।’

উদ্ভিদবিজ্ঞান বিভাগের ৩৮তম ব্যাচের শিক্ষার্থী এমকে নূরানী বলেন, ‘সাফারি পার্কের নিরাপত্তা বাড়ানো দরকার। আমরা আর কাউকে এ ধরনের হামলার শিকার দেখতে চাই না।’

প্রসঙ্গত, ৫ ফেব্রুয়ারি উদ্ভিদবিজ্ঞান বিভাগের উদ্যোগে গাজীপুরের বঙ্গবন্ধু সাফারি পার্কে শিক্ষা সফরের আয়োজন করা হয়। পার্কে প্রবেশ করা নিয়ে ইজারাদারের কর্মী-সমর্থক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

(দ্য রিপোর্ট/এএস/একে/এনডিএস/এনআই/ফেব্রুয়ারি ০৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর