thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ছাত্রলীগ নেতা বলে কথা!

২০১৪ ফেব্রুয়ারি ০৯ ২২:২২:১৬
ছাত্রলীগ নেতা বলে কথা!

দ্য রিপোর্ট প্রতিবেদক : চা দিতে দেরি হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের এক কর্মচারীকে মারধর করেছেন মহসিন হল শাখা ছাত্রলীগ সভাপতি মাকসুদ রানা মিঠু। আহত ক্যান্টিন কর্মচারীর নাম কানাই লাল সাহা। তার বাড়ি ভোলায়। রবিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছাত্রলীগ নেতা মিঠু ক্যান্টিনে এসে কানাইয়ের কাছে চা চান। লোকজনের ভিড় থাকায় চা দিতে কিছুটা দেরি হয়। ছাত্রলীগ নেতা এতে ক্ষিপ্ত হয়ে কানাইকে মারধর করেন এবং পায়ের গোড়ালিতে চায়ের কাপ ছুড়ে মারেন।

এ ব্যাপারে জানতে ছাত্রলীগ নেতা মিঠুর মোবাইল ফোনে বার বার কল দিলেও তিনি রিসিভ করেননি।

ক্যান্টিন মালিক অরুণ কুমার দে বলেন, ‘আমার স্টাফকে মারধর করার কথা শুনেছি। কেউ ক্ষমতার দম্ভে অন্যায় করলে তার শাস্তি হওয়া উচিত।’

(দ্য রিপোর্ট/জেএইচ/একে/এনডিএস/এএল/ফেব্রুয়ারি ৯, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর