thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

উড়িষ্যায় নৌকা ডুবে নিহত ১২

২০১৪ ফেব্রুয়ারি ১০ ০৯:৫৫:৫৫
উড়িষ্যায় নৌকা ডুবে নিহত ১২

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের উড়িষ্যায় নৌকা ডুবে পাঁচ নারী ও দুই শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ১১ জন।

সম্বলপুর জেলায় মহানদি নদীতে হিরাকুদ বাঁধের কাছে এ দুর্ঘটনা ঘটে। নৌকাটিতে একশ’র অধিক যাত্রী ছিল বলে জানিয়েছে পুলিশ।

দুর্ঘটনার পর অন্তত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা অমিতাভ পান্ডা জানিয়েছেন।

বিশ্ব ১নং বক্স/১ যাবে ২নং বক্সে/ছবি আছে

তিনি আরও জানান, অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের কারণে নৌকাটি উল্টে যায়।

বেঁচে যাওয়া এক যাত্রীর উদ্ধৃতি দিয়ে তিনি জানান, নৌকাটিতে ফাটল দেখা দিয়েছিল। ওই ফাটল দিয়ে পানি উঠতে থাকায় যাত্রীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।

দুর্ঘটনার সময় ওই নৌকার পাশ দিয়ে যাওয়া অন্য একটি নৌকার যাত্রীরা তীরে পৌঁছে জেলা প্রশাসক ও পুলিশকে খবর দেয়।

তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করায় অনেকের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। উদ্ধার অভিযান ত্বরান্বিত করার জন্য তিনি জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে জীবিতদের বিনামূল্যে চিকিৎসার ঘোষণা দিয়েছেন তিনি। (সূত্র : এনডিটিভি)।

(দ্য রিপোর্ট/কেএন/এমএআর/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর