thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

মেসির গোলে শীর্ষে বার্সা

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১১:০৭:৪৬
মেসির গোলে শীর্ষে বার্সা

দ্য রিপোর্ট ডেস্ক : স্পেনের লা লিগায় আবারও শীর্ষে ফিরেছে বার্সেলোনা। লিওনেল মেসির জোড়া গোলে কাতালানরা ৪-১ ব্যবধানে হারিয়েছে সেভিয়াকে।

যদিও খেলার শুরুতে গোল পেয়েছিল সেভিয়া। ১৫ মিনিটে স্বাগতিকদের পক্ষে জালে বল জড়িয়েছেন আলবার্তো। অবশ্য গোল হজমের পরই ছন্দে ফিরেছে বার্সা। গুঁড়িয়ে দিয়েছে সেভিয়ার রক্ষণদুর্গ।

৩৪ মিনিটে বার্সাকে সমতায় ফিরিয়েছেন সানচেজ। সমতায় ফেরার পর প্রতিপক্ষের জালে আরও ৩ বার বল পাঠিয়েছে বার্সা। ২টি গোল করেছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। বাকি গোলটি বন্ধু ফ্যাব্রিগাসের।

এ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বার্সা। তাদের পয়েন্ট ৫৭। অবশ্য অ্যাথলটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের পয়েন্টও সমান। তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় রিয়াল মাদ্রিদ দ্বিতীয় আর অ্যাথলেটিকো মাদ্রিদ তৃতীয় স্থানে রয়েছে।

(দ্য রিপোর্ট/সিজি/এমএ/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর