thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ওয়েলিংটন টেস্ট

শাস্তি পেলেন রাইডার

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১১:২৮:১০
শাস্তি পেলেন রাইডার

দ্য রিপোর্ট ডেস্ক : নিউজিল্যান্ড ও ভারতের দ্বিতীয় টেস্ট ম্যাচটি আগামী ১৪ ফেব্রুয়ারি শুরু হবে ওয়েলিংটনে। জেসি রাইডার ও ডুগ ব্রেসওয়েলকে এই টেস্টের জন্য বিবেচনা করা হবে না। নিউজিল্যান্ডের কোচ মাইক হেসন রাইডার ও ব্রেসওয়েলের মূল একাদশে না আনার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

রাইডার ও ব্রেসওয়েল অকল্যান্ড টেস্টের দলে ছিলেন। কিন্তু মূল একাদশে জায়গা করে নিতে পারেননি। অকল্যান্ড টেস্ট শুরুর আগের রাতে এই ২ ক্রিকেটার পানশালায় ছিলেন। ওই রাতে ঠিক কি ঘটেছে, তা এখনও তদন্ত চলছে। হেসন বলেন, ‘আমরা দ্বিতীয় টেস্টের দল আগামীকাল অথবা আজই ঘোষণা করতে পারি। কিন্তু রাইডার ও ব্রেসওয়েল মূল একাদশের জন্য বিবেচিত হবেন না।’

এদিকে ব্রেসওয়েল ইনজুরিতে থাকায় তিনি কোনো প্রকার ক্রিকেট খেলতে পারবেন কিনা, তা সংশয়ে রয়েছে। কিন্তু রাইডার অবশ্য ঘরোয়া লিগে খেলছেন। প্লাঙ্কেট শিল্ডে ওটাগোর হয়ে সেঞ্চুরিও করেছেন তিনি। নেলসনে সেন্ট্রাল ডিস্ট্রিক্টের বিপক্ষে এই নৈপুণ্য দেখিয়েছেন রাইডার।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর