thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আফগানিস্তানকে ৩০ কোটি মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১২:০৪:৪৯
আফগানিস্তানকে ৩০ কোটি মার্কিন ডলার দেবে যুক্তরাষ্ট্র

দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানকে ৩০ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এ অর্থ দেবে। খবর এএফপির।

যুদ্ধবিধ্বস্ত ভঙ্গুর অর্থনীতির এই দরিদ্র দেশটি থেকে আন্তর্জাতিক সেনা প্রত্যাহারের প্রাক্কালে এ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন।

তিনি আরও জানান, প্রথম পর্যায়ে দেশটির বাণিজ্য ও অর্থনৈতিক স্থায়িত্ব জোরদারে চলতি বছরের শেষের দিকে ৭ কোটি ৭ লাখ মার্কিন ডলার দেওয়া হবে। বিশ্ব বাণিজ্য সংস্থায় আফগানিস্তানকে অন্তর্ভুক্তির বিষয়টি নিশ্চিত করতে এ সহায়তা দেওয়া হবে।

দ্বিতীয় পর্যায়ে ৫ বছর মেয়াদি কর্মসূচিতে মার্কিন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আফগানিস্তানের ১০টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আরও দক্ষ জনশক্তি তৈরির লক্ষ্যে ৯ কোটি ২ লাখ মার্কিন ডলার সাহায্য দেওয়া হবে।

আফগানিস্তানের কৃষিখাতে উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তার জন্য তৃতীয় পর্যায়ে ১২ কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়া হবে।

২০১৪ সালের মধ্যে আফগানিস্তান থেকে সব বিদেশি সেনা প্রত্যাহারের পরও দেশটিতে মার্কিন সেনা মোতায়েন রাখতে দ্বিপাক্ষিক নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষরের শর্ত হিসেবে এ সাহায্যের ঘোষণা দিয়েছে মার্কিন কংগ্রেস।

২০১৪ সালের মধ্যে ন্যাটো বাহিনীর ৫০ হাজারেরও বেশি সেনার আফগানিস্তান ত্যাগ করার কথা রয়েছে।

তবে ওয়াশিংটন ২০১৫ সাল পর্যন্ত আফগান নিরাপত্তাবাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার জন্য ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রাখার প্রস্তাব দিয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিরাপত্তা চুক্তিতে স্বাক্ষরের ব্যাপারে আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে আহ্বান জানাতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ওয়াল্টার স্টিনমিয়ার রবিবার আফগানিস্তান পৌঁছেছেন।

(দ্য রিপোর্ট/কেএন/এমসি/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর