thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৭ মে 24, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১,  ৯ জিলকদ  1445

লোকপাল বিল পাস না হলে পদত্যাগের হুমকি কেজরিওয়ালের

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১২:৫২:৪৬
লোকপাল বিল পাস না হলে পদত্যাগের হুমকি কেজরিওয়ালের

দ্য রিপোর্ট ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জন লোকপাল বিল পাস করা না হলে পদত্যাগের হুমকি দিয়েছেন।

এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে রবিবার কেজরিওয়াল এ কথা জানান।

কেজরিওয়াল যদি সত্যিই পদত্যাগ করেন, তাহলে আম আদমি পার্টির আড়াই মাস বয়সী সরকারের পতন ঘটবে।

সাক্ষাৎকারে কেজরিওয়াল বলেন, ‘দুর্নীতি ঠেকাতেই এ বিল পাস করা জরুরি। সরকারের টিকে থাকার চেয়েও লোকপাল বিলের গুরুত্ব বেশি।’

কেজরিওয়াল সাক্ষাৎকারে বিজেপি নেতা নরেন্দ্র মোদিকে সাম্প্রদায়িক ও কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে শাসক বলে অভিহিত করেছেন।

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আম আদমি পার্টিকে (এএপি) জানিয়েছে, আইন অনুযায়ী কেন্দ্রের অনুমতি ছাড়া দিল্লির মন্ত্রিসভা এই বিল পাস করতে পারবে না। কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এই নির্দেশনার প্রতি চ্যালেঞ্জ জানিয়ে কেজরিওয়াল ঘোষণা দেন এই বিল পাস করতে তিনি সব রকম প্রচেষ্টা চালাবেন।

বিলটি ফেব্রুয়ারির ১৩ তারিখে বিধানসভায় উত্থাপন করার কথা রয়েছে। সাবেক মুখ্যমন্ত্রী শিলা দিক্ষীত সরকারের পাস করা দুটি বিল এখনও ঝুলে আছে কেন্দ্রের অনুমতির অপেক্ষায়। আর এ কারণেই কেন্দ্রের অনুমতি নেওয়ার ঝামেলায় যেতে চাইছে না এএপি। (সূত্র : এনডিটিভি)

(দ্য রিপোর্ট/আরজে/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর