thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

জুভেন্তাসের ড্র

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৩:১৯:৩১
জুভেন্তাসের ড্র

দ্য রিপোর্ট ডেস্ক : কার্লোস তেভেজের জোড়া গোলেও জয়বঞ্চিত হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্তাস। চলতি মৌসুমেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দৃঢ় রয়েছে দলটি। আর ২-০ গোলে এগিয়ে থাকার পরও ড্র নিয়ে মাঠ ছেড়েছে টানা দুইবারের চ্যাম্পিয়নরা। ২-২ গোলে দলটি ড্র করেছে হেল্লাস ভেরনার সঙ্গে।

ভেরনাকে ২ গোল এনে দিয়েছেন লুকা টনি ও গোমেস। আর ২১ মিনিটের মধ্যে জুভেন্তাসকে দুটি গোল এনে দিয়েছিলেন আর্জেন্টিনার তারকা তেভেজ।

ইতালির লিগ সিরি’ এ তে শীর্ষে থাকা জুভেন্তাস দ্বিতীয় স্থানে থাকা রোমা থেকে ৯ পয়েন্টে এগিয়ে। রোমা একটি ম্যাচ কম খেলেছে। তবে নাপোলি তৃতীয় স্থানে রয়েছে ৪৭ পয়েন্ট নিয়ে।

এ ছাড়া ল্যাৎসিওর সঙ্গে গোলশূন্য ড্র করেছে এএস রোমা। ওয়াল্টার স্যামুয়েলের একমাত্র গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। পয়েন্ট টেবিলে ইন্টার ৫ নাম্বারে অবস্থান করছে।

(দ্য রিপোর্ট/এমএ/সিজি/এজেড/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর