thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

আতাইকুলায় খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৩:২২:০৭
আতাইকুলায় খাসজমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ২০

পাবনা সংবাদদাতা : পাবনা জেলার আতাইকুলা থানার হরিপুর গ্রামের ‘বিল জলকা’ নামের একটি বিলের খাসজমি দখল করা নিয়ে সোমবার সকালে দুই গ্রামের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন দ্য রিপোর্টকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো পক্ষ মামলা দায়ের করেনি।

এ ছাড়া গুরুতর আহত ১০ জনকে হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।

আহতরা হলেন- হরিপুর গ্রামের আমজাদ হোসেন (৪০), মনিরুল ইসলাম (৩০), আব্দুস সাত্তার (৫০), তরিকুল ইসলাম (৩০), মন্টু সরদার (৪৫), আব্দুল বাসেদ (৩২), স্বরগ্রামের রমজান আলী (৩৫), লিটন হোসেন (৩০), সাত্তার খাঁ (৫০) ও মহিদুল ইসলাম (৩৫)।

স্থানীয়রা জানান, হরিপুর গ্রামের ‘বিল জলকা’ বিলের প্রায় সাড়ে ১৯ বিঘা খাসজমি দখল নিয়ে স্থানীয় স্বরগ্রাম ও হরিপুর গ্রামের ভূমিহীনদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এরই জের ধরে সোমবার সকাল ১০টার দিকে লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রামের ভূমিহীনরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই গ্রামের অন্তত ২০ জন আহত হন।

(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এমসি/শাহ/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

রাজশাহী এর সর্বশেষ খবর

রাজশাহী - এর সব খবর