thereport24.com
ঢাকা, রবিবার, ১২ জানুয়ারি 25, ২৯ পৌষ ১৪৩১,  ১২ রজব 1446

টোয়েন্টি২০ বিশ্বকাপ

কুষ্টিয়ায় রোড শো

২০১৪ ফেব্রুয়ারি ১০ ১৪:০৩:৪৭
কুষ্টিয়ায় রোড শো

কুষ্টিয়া প্রতিনিধি : ১৬ মার্চ ঢাকায় শুরু হবে আইসিসি টোয়েন্টি২০ বিশ্বকাপ। এই টোয়েন্টি২০ বিশ্বকাপকে সামনে রেখে রোড শো হয়েছে কুষ্টিয়ায়।

বেশ ঘটা করেই রোড শো অনুষ্ঠিত হয়েছে লালনের শহরটিতে। সোমবার সকাল ১০টায় রোড শো কুষ্টিয়ার জেলা প্রশাসকের দপ্তর থেকে শুরু হয়ে শহর প্রদক্ষিণ করে কুষ্টিয়ার স্টেডিয়ামে এসে শেষ হয়।

পরে সেখানে সংক্ষিপ্ত পরিসরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক মুজিব-উল-ফেরদৌস। এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাড.অনুপ কুমার নন্দীর সভাপতিত্বে আরো বক্তব্য দিয়েছেন সংস্থার সহ-সভাপতি জহুরুল হক চৌধুরি রঞ্জু, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, বিসিবির আয়োজক রনি আহমেদ, আরমান হুসাইন ও পিয়াস।

(দ্য রিপোর্ট/এফএ/এমএ/সিজি/ফেব্রুয়ারি ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর